শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন।

ওরা ভাবে সেলিব্রিটিরা গামছা নয় শুধুই তোয়ালে ব্যবহার করে: শ্রুতি দাস
শ্রুতি দাস।


কল্লোলিনী ভিজেছে বৃষ্টিতে। সারা দিন ধরেই অঝোর বৃষ্টিপাত হয়েছে আজ। আর এই বৃষ্টিই গায়ে মেখে, কাকভেজা হয়ে অভিনেত্রী শ্রুতি দাস শেয়ার করেছেন সাধারণ থাকার সহজ পাঠ। কালো-সাদায় বৃষ্টিতে ভেজার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “মানুষ ভাবে তারকারা বুঝি গামছা ব্যবহারই করেন না। বরং ব্যবহার করে তোয়ালে। তবে আমি ছোট থেকেই গামছা গায়েই বৃষ্টিতে ভিজি।”


কাটোয়ার মেয়ে শ্রুতি। সাধারণ পরিবারে বড় হয়ে উঠেছেন। ছোট থেকেই নাচ শিখতেন। ইচ্ছে ছিল নায়িকা হবেন। হয়েছেনও। তিনটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন এযাবৎ। তবে শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও কাজ করেছেন শ্রুতি। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’-এ দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিতে রয়েছেন আবার রাখী গুলজার। সাফল্যকে এত কাছ থেকে দেখেও সাধারণ থাকতেই পছন্দ করেন শ্রুতি। তাই তাঁর ওই ছবি দেখে একজন লিখেছেন, “এই জন্যই তো তোমাকে এত ভাল লাগে দিদি। তুমি এতটাই মাটির মানুষ”। আর একজন লিখেছেন, “তুমি এরকমই থাকো। দয়া করে বদলে যেয়ো না।”


বেশ কিছু মাস হল ধারাবাহিক শেষ হয়েছে শ্রুতির। গত বছর বিয়েও করেছেন তিনি। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার এখন তাঁর বর। বিয়ের ১০ মাস পার করে ফেলেছেন শ্রুতি। শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন। এর আগে বিয়ে নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমরা দু’জন জীবনে কোনও কিছুই প্ল্যান করে করিনি। এক মাস আগেই সবটা ঠিক, আই সোয়ার অন মাই মম। হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় যে নেই। ব্যস। এর পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপিল করি। ব্যস, বিয়ে করে নিই।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours