আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
পাথরপ্রতিমাতে বাড়ির মধ্যে দুই অবিবাহিত বোনকে কুপিয়ে খুন
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রামের ঘটনা, নিহত বাসন্তী প্রামানিক(৪৫) এবং বিশা প্রামানিক (৫৫)। দুই বোন একটি বাড়িতে থাকতেন,১৭ই মে শুক্রবার সকালে এক প্রতিবেশী যান ওই বাড়িতে, তখনই দেখতে পায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই বোনের দেহ, ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে
তবে কি কারণে খুন তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা,এরপর ওই ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ওই দুই বোনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে,
ইতিমধ্যে ওই ঘটনায় ঢোলাহাট থানার পুলিশ মনিরথ আড়ি নামে এক ব্যক্তি কে আট করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে,ওই ব্যক্তি ছোট বোনের স্বামী,পুলিশ সূত্রে আরো খবর,জমি জায়গা লিখিয়ে নেওয়া জন্য গন্ডগোল হয়েছিল, ১৬ই মে বৃহস্পতিবার রাতে এরপর ওই গন্ডগোল চরমে ওঠে,ভারি কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান, তবে ওই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours