অভিনেত্রী তনুশ্রী সাহার অভিযোগ, মোবাইলে কথা বলতে বলতেই বাইক চালাতে থাকেন চালক। সেই বিষয়ে প্রতিবাদ করার পরেই অভিনেত্রীকে হেনস্থা করতে থাকেন বাইক চালক। হুমকিও দেন।

অনলাইনে বাইক বুক করে চরম বিপাকে টেলি অভিনেত্রী, শেষমেশ করতে হল ১০০ ডায়াল
তনুশ্রী সাহা


কলকাতা: আবারও কলকাতায় হেনস্থার শিকার টলি অভিনেত্রী। শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার জন্য ক্যাব বাইক বুক করেন টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা। অভিযোগ, টালিগঞ্জ থেকে বাইকে যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছাকাছি আসতেই আচমকা বাইক থামিয়ে দুর্ব্যবহার করেন ওই বাইক চালক। পাশাপাশি ফোন করে একাধিক একাধিক ছেলে ডেকে হেনস্থাও করেন অভিনেত্রীকে। এমনকি মারধর করার হুমকিও দেয় ওই বাইক চালক, অভিযোগ অভিনেত্রীর। 


অভিনেত্রী তনুশ্রী সাহার আরও অভিযোগ, মোবাইলে কথা বলতে বলতেই বাইক চালাতে থাকেন চালক। সেই বিষয়ে প্রতিবাদ করার পরেই অভিনেত্রীকে হেনস্থা করতে থাকেন বাইক চালক। হুমকিও দেন। তৎক্ষণাৎ ওই অভিনেত্রী ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন, তড়িঘড়ি কলকাতা পুলিশের তরফে টিম এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং উদ্ধার করেন অভিনেত্রীকে। এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কে অভিনেত্রী টলি তনুশ্রী সাহা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours