গঙ্গাসাগরের লক্ষীবাজারে হঠাৎই আগুন লেগে পুড়ে গেল একটি দোকান ঘর


ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ৭ই মে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর কোষ্টাল থানার অধীন লক্ষ্মীবাজারে শিবপ্রসাদ দাস নামের এক ব্যক্তির দোকানে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে, এরপর দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো দোকান ঘরটি, এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ী পৌঁছে ওই আগুন নেভানোর কাজে হাত লাগায়, এর পাশাপাশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই দোকানে আগুন লাগার খবর স্থানীয় গঙ্গাসাগর কোষ্টাল থানা ও দমকল আধিকারিকদের যানায়

ওই ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোষ্টাল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ওই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে ওই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়,আনুমানিক কয়েক হাজার টাকার ক্ষতি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা, ওই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বলছেন শুনুন,

গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমির জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours