গুলি-বোমার শব্দে ততক্ষণে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরইমধ্যে অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তপনকে উদ্ধার করে জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

ভোটের আগেই তপ্ত জয়নগর, রাতের অন্ধকারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা-গুলি
চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে


জয়নগর: এখনও বাকি এক দফার ভোট। ১ জুন যাদবপুর, মথুরাপুরের মতো একাধিক হেভিওয়েট আসনের সঙ্গেই ভোট রয়েছে জয়নগরে। কিন্তু, ভোটের আগে ফের হিংসার ছবি। ঝরল রক্ত। জয়নগরে গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ভর্তি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়। চলছে পুলিশি টহল। চাপানউতোর শুরু এলাকার রাজনৈতিক মহলে। 


সূত্রের খবর, এদিন গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু, বরাত জোরে সেই গুলি লাগেনি তপনের গায়ে। এদিকে গুলির শব্দ পেয়েই প্রাণ বাঁচাতে একটি দোকানে লুকিয়ে পড়েন তিনি। কিন্তু, ধাওয়া করে দুষ্কৃতীরা। দোকানে ঢুকতে দেখে সেখানেও বোমা মারা হয়। তাতেই আহত হন ওই তৃণমূল নেতা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours