উঠে আসছে খাইরুল ইসলামের নাম। তিনি আবার শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে খবর। সেই খাইরুলকেই খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার বাপি। বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ।

ভেটের ঠিক আগে ভাঙড়ে বেকায়দায় তৃণমূল, রাতারাতি ঘুরে গেল খেলা
শোরগোল ভাঙড়ের রাজনৈতিক মহলে


ভাঙড়: জেলে আরাবুল। এবার পুলিশ ধরল ভাঙড়ের আরও এক দাপুটে তৃণমূল নেতাকে। ভোটের আগে গ্রেফতার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি। ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর গ্রেফতারি নিয়েই বর্তমানে জোর চর্চা ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে।


উঠে আসছে খাইরুল ইসলামের নাম। তিনি আবার শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে খবর। সেই খাইরুলকেই খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার বাপি। বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours