একটু একটু করে তিনিও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। পাল্টেছে অনেক কিছুই। তবে ‘বয়স হচ্ছে, সন্তান নেবেন কবে’, এই প্রশ্নের হাত থেকে মেলেনি মুক্তি। বিয়ের পর থেকে বারে বারে রটেছে তিনি নাকি অন্তঃসত্ত্বা।

বিদেশে ক্যাটের চেহারায় মস্ত পরিবর্তন, লুকোনো ক্যামেরায় ধরা পড়ল বেবিবাম্প?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ, বয়সের ফারাক থেকে খ্যাতির ফারাক, তাঁদের পাশাপাশি একসঙ্গে অনেকেই মেনে নিতে পারেননি একটা সময়। যদিও শত্রুর মুখে ছাই দিয়েই চুটিয়ে সংসার করে যাচ্ছেন তাঁরা। একাধিক সাক্ষাৎকারে তাঁদের বলতে শোনা যায়, বিয়ের পর জীবন ঠিক কতটা সুন্দর হয়ে উঠেছে। ক্যাটরিনাকে সুখী করতে ভিকি সব পারেন, ক্যাটরিনার কথায়, তাঁকে ঘরের কাজে সাহায্য করা থেকে অবসরে সময় দেওয়া, বিনোদনের যোগান দেওয়া, কোথাও কোনও খামতি ছাড়েন না তিনি। উল্টে ক্যাটরিনাও শিখছেন অনেক কিছু। একটু একটু করে তিনিও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। পাল্টেছে অনেক কিছুই। তবে ‘বয়স হচ্ছে, সন্তান নেবেন কবে’, এই প্রশ্নের হাত থেকে মেলেনি মুক্তি। বিয়ের পর থেকে বারে বারে রটেছে তিনি নাকি অন্তঃসত্ত্বা।


কিছুদিন আগেও ছড়িয়ে পড়ে একই খবর। বর্তমানে লন্ডনে রয়েছেন ক্যাটরিনা কইফ। সেখানেই কিছুদিন আগে ডেআউটিং-এর একটি ছবি শেয়ার করতেই নেটপাড়ার অনুমান তিনি মা হতে চলেছেন। তাঁর লং কোটের তলায় লুকিয়ে বেবিবাম্প। এবার সামনে এল আরও এক ছবি। লুকোনো ক্যামেরার ধরা পড়ল কি তবে বেবিবাম্প! ভিকি কৌশলের হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁকে। পেটের অংশ বেশ ফোলা বলেই মনে হওয়ায় সকলের অনুমান, অনুষ্কার মতোই নিজের মা হওয়ার খবর সকলের থেকে চেপে রাখতে চাইছেন তিনি।



তবে কি জল্পনাই এবার সত্যি? সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে মেলা দায়, যতক্ষণ পর্যন্ত না জুটির কেউ এই সুখবর শেয়ার করে নিচ্ছেন। যদিও তারকাদের ঢিলেঢালা পোশাক থেকে শুরু করে বেলিফ্যাট, সবই নেটিজ়েনদের চোখে বেবিবাম্পেরই নাম। তাই এখনই এই খবরকে পাকা বলে ধরে নেওয়া যাচ্ছে না। তাই অপেক্ষা ভক্তদের রয়েই গেল। যদিও এই ছবি ঘিরে ভক্তদের মনে এক আশা তৈরি হয়েছে, তা নিশ্চিত করে বলাই যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours