কোন মামলার তদন্তে এই অভিযান, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, ভিন রাজ্যের এক মামলার তদন্তেই এই অভিযান। জানা যাচ্ছে, বিহারে ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত এক মামলার তদন্তে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।
বাংলায় ফের অ্যাকশনে ইডি, এবার বরাহনগরে! কীসের খোঁজে নামল এজেন্সি
বরাহনগরে ইডির অভিযান
বরাহনগর: লোকসভা ভোট চলছে দেশে। সামনেই সপ্তম দফার নির্বাচন। এরই মধ্যে ফের ইডির তৎপরতা। মঙ্গলবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার বরাহনগরে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। বরাহনগরের নীলমনি সরকার স্ট্রিট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডির অফিসাররা। সূত্রের খবর, ওই ব্যক্তি সল্টলেকে এক বেসরকারি সংস্থায় কর্মরত। আজ সন্ধেয় ইডির ছয় সদস্যের প্রতিনিধিদল পৌঁছায় তাঁর বাড়িতে। বর্তমানে বাড়ির ভিতরে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।
কোন মামলার তদন্তে এই অভিযান, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, ভিন রাজ্যের এক মামলার তদন্তেই এই অভিযান। জানা যাচ্ছে, বিহারে ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত এক মামলার তদন্তে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। জানা যাচ্ছে, আজ সকাল থেকেই ইডির টিম কলকাতা শহরতলির বিভিন্ন জায়গায় ঘুরছে। ভিন রাজ্যের ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এদিন নিউটাউন ও রাজারহাটেও অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
জানা যাচ্ছে, এদিন সকালেই রাজারহাটের এক আবাসনে অভিযান চালান ইডির তদন্তকারী দল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই সন্ধেই বরাহনগরে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। যদিও কী কারণে এই অভিযান, বা ঠিক কী ধরনের জালিয়াতির অভিযোগ, সে বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours