আইপিএলের ১৭তম মরসুম শেষ হলেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। এখন থেকেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় রয়েছেন। ৯ জুন সেই মহারণ। তার আগে ফের হাজির বিশ্বকাপের সময় সেই বহু জনপ্রিয় মওকা মওকা ভিডিয়ো। এ বার রয়েছে বিশেষ চমক।
পাক ফ্যানের কাছে ক্ষমা চাইলেন ভারতের সমর্থক! কারণ জানলে হাসি পাবেই...
পাক ফ্যানের কাছে ক্ষমা চাইলেন ভারতের সমর্থক! কারণ জানলে হাসি পাবেই...
টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন একাধিক ক্রিকেট প্রেমী। শিয়রে কড়া নাড়ছে আইসিসির এই মেগা টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগেই এক পাক ফ্যানের কাছে ক্ষমা চাইলেন ভারতের সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। অনেকেই ভাবতে পারেন, পাকিস্তানি ভক্তর কাছে ক্ষমা কি সত্যিই চেয়েছেন ভারতের এক সমর্থক? হ্যাঁ এটাই সত্যি। ভিডিয়ো না দেখলে আপনারও বিশ্বাস হবে না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরসুম শেষ হলেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। এখন থেকেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় রয়েছেন। ৯ জুন সেই মহারণ। তার আগে ফের হাজির বিশ্বকাপের সময় সেই বহু জনপ্রিয় মওকা মওকা ভিডিয়ো। যা নিয়ে আলোচনা চলে ক্রিকেট প্রেমীদের মুখে মুখে।
সবই তো হল, কিন্তু পাক সমর্থকের কাছে কেন ক্ষমা চাইলেন ভারতের ভক্ত? এ বার সেই বিষয়ে আসা যাক। স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ১ মিনিটের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ভারতের সমর্থক হিসেবে দেখানো হয়েছে রতন নামের এক ব্যাক্তিকে। আর পাকিস্তানের সমর্থক হিসেবে দেখানো হয়েছে আলতাফ নামের এক সমর্থককে।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ভারতের রতন কখনও পাকিস্তানের আলতাফকে ধোনির জার্সি উপহার হিসেবে পাঠান। কখনও আবার টিভি ভাঙার জন্য হাতুড়ি উপহার পাঠান। কখনও আবার নুন পাঠান (ওই যে কথায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে— তার জন্য)। ২০২১ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট টিমকে পাকিস্তান হারায়। যার ফলে স্কোর দাঁড়ায় ভারতের পক্ষে ৫-১। সেই সময় পাক সমর্থককে এক বাক্স বাজি পাঠান ভারতের ফ্যান। পরের বছর ফের ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটে ভর করে জেতে। তাই ২০২২ সালে পাক ভক্তকে ছোলে-ভাটুরে পাঠান ভারতের ফ্যান।
এ বার বিশ্বকাপের আগে আলতাফকে একটি চিঠি পাঠান রতন। সেখানে লেখেন, ‘অনেক ছেলেমানুষি হয়েছে। দেখা করতে চলে এসো। আমি ক্ষমা চাইব। সময় খুব কম।’ এরপর দেখা যায় জিনিস পত্র প্যাক করে রতনের বাড়িতে হাজির আলতাফ। এসেই তিনি রতনকে সরি বলতে বলেন। রতন সরি বলেও দেন। সেই সময় আলতাফ বলেন, ‘ঠিক আছে যা হয়েছে, তার জন্য ক্ষমা করলাম।’ সঙ্গে সঙ্গে রতন বলেন, ‘না না আমি ক্ষমা চাইলাম যেটা হতে চলেছে তার জন্য। ৯ জুন রে…।’ এরপর রতন খুশিতে নাচতে থাকেন, যা থেকে বোঝা যায় তিনি বলতে চাইছেন, আসন্ন বিশ্বকাপেও ভারত মাত দিতে চলেছে পাকিস্তানকে।
Post A Comment:
0 comments so far,add yours