মায়ের সঙ্গে এখন মাঝে মধ্যেই নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় আরাধ্যাকে। এবার ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পাড়ি দিয়েছিলেন কান-এও। সেখানের রেডকার্পেটে হাতে চোট নিয়েই পোজ় দিতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। আর সেখান থেকে ফিরতেই এ কী কাণ্ড?
ঐশ্বর্যের সঙ্গে বিদেশ থেকে ফিরতেই আরাধ্যার মধ্যে মস্ত বদল, এও সম্ভব?
আরাধ্যা রাই বচ্চন। বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড। যাঁকে নিয়ে দর্শক মনে নিত্য কৌতুহল থাকে তুঙ্গে। বচ্চন পরিবারের মেয়ে বলে কথা। অভিনয়ের রক্ত নাকি তাঁর গায়ে, তিনিও ভবিষ্যতে অভিনয় জগতে পা রাখবেন, এমনই আশা ভক্তদের। ইতিমধ্যে যদিও সে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে চরিত্রের পরিবেশনায় সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। মায়ের সঙ্গে এখন মাঝে মধ্যেই নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় আরাধ্যাকে। এবার ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পাড়ি দিয়েছিলেন কান-এও। সেখানের রেডকার্পেটে হাতে চোট নিয়েই পোজ় দিতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। আর সেখান থেকে ফিরতেই এ কী কাণ্ড? যে আরাধ্যা এতদিন পর্যন্ত পাপারাৎজিদের দেখলে মুখ লুকিয়ে চলত, কখনও কখনও কেঁদেও ফেলত, সে মেয়েই মায়ের সঙ্গে দিলেন পোজ়।
ক্যামেরার প্রতি ভয়টা তিনি কাটিয়ে উঠেছিলেন অনেকদিন আগেই। তবে লাজুক মুখে মাথাটা ঠিক নিচু করে নিত সে ক্যামেরা দেখলে, এবার হাসি মুখে দিলেন ছবি তোলার জন্য পোজ়। মেয়ে বড় হয়ে গিয়েছে। দিন দিন আরও পরিণত হচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে। বাড়িতে সকলের ভীষণ পছন্দের সে। ভাল কথা বলে আরাধ্যা। তবে মায়ের সঙ্গেই বেশি থাকতে দেখা যায় তাঁকে। মাঝে মধ্যে যদিও দাদু অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি ভাইরাল হতে দেখা যায়।
আরাধ্যা এখনও স্কুলের গণ্ডি পার করেনি। তার আগে থেকেই তাঁকে নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তুঙ্গে। তবে তাঁকে ক্যামেরার সামনে কোনওদিন দেখা যায়নি। কোনও বিজ্ঞাপন, কিংবা কোনও ছবিতে শিশু শিল্পী হিসেবেও দেখা যায়নি তাঁকে। এখন দর্শকদের অপেক্ষা কবে আরাধ্যা সিনেপাড়ায় পা রাখবেন।
Post A Comment:
0 comments so far,add yours