সূত্র মারফত জানা গিয়েছে, ভোট প্রচারের পাশাপাশি বিগত এক মাস ধরে শপথ গ্রহণ অনুষ্ঠান কবে, কোথায় হবে-তা নিয়েও পরিকল্পনা করছে বিজেপি। তৃতীয়বার ক্ষমতায় এলে আরও বড় অনুষ্ঠান করে শপথ গ্রহণের পরিকল্পনা বিজেপির।

চিরাচরিত রীতি ভাঙতে প্রস্তুত বিজেপি, ক্ষমতায় এলে শপথ গ্রহণ হবে এখানে...
দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর। ফাইল চিত্র।


লোকসভা নির্বাচনের এক দফা এখনও বাকি। তার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি তথা এনডিএ শিবির। তাই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শপথ গ্রহণ অনুষ্ঠান কবে, কোথায় হবে, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। চিরাচরিত শপথ গ্রহণের রীতি ভাঙতে পারে এবার। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে নারাজ মোদী সরকার। 


যদি রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান না হয়, তবে কোথায় হবে? বিজেপি সূত্রের খবর, তৃতীয়বার সরকার গঠন করলে এনডিএ সরকার দিল্লির কর্তব্যপথে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। সম্ভাব্য শপথ গ্রহণের তারিখ ৯ জুন। অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৫ দিনের মাথায় শপথ গ্রহণ করতে পারে নতুন সরকার।

সূত্র মারফত জানা গিয়েছে, ভোট প্রচারের পাশাপাশি বিগত এক মাস ধরে শপথ গ্রহণ অনুষ্ঠান কবে, কোথায় হবে-তা নিয়েও পরিকল্পনা করছে বিজেপি। তৃতীয়বার ক্ষমতায় এলে আরও বড় অনুষ্ঠান করে শপথ গ্রহণের পরিকল্পনা বিজেপির। এর জন্যই রাষ্ট্রপতি ভবনের বদলে বাইরে, খোলা জায়গা খোঁজা হচ্ছে, যেখানে অধিক সংখ্যক অতিথির বসার ব্যবস্থা করা যেতে পারে।


এক্ষেত্রে শাসক দলের প্রথম পছন্দই কর্তব্য পথ। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরই একটি অংশ হিসাবে সেজে উঠেছে কর্তব্য পথ। বিজেপির পরিকল্পনা, শপথ গ্রহণের সময় পিছনে বিগত ১০ বছরে সরকারের উন্নয়নকাজগুলি তুলে ধরা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে ২৬ মে শপথ গ্রহণ করেছিল বিজেপি শাসিত এনডিএ সরকার। সেই বছর ভোটের ফল প্রকাশ হয়েছিল ১৬ মে। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করে এনডিএ। সে বছর ২৩ মে ফল প্রকাশ হয়েছিল। দুটি শপথ গ্রহণ অনুষ্ঠানই রাষ্ট্রপতি ভবনে হয়েছিল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours