মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে পড়ে দিকভ্রষ্ট হয়ে চড়ায় আটকে গেল ভুটভুটি

 ঘটনাটি ঘটেছে ২৪ শে মে শুক্রবার বিকেল চারটে নাগাদ মুড়িগঙ্গা নদীতে,শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের কালীগিরি মন্দির পার্শ্ববর্তী ময়দানে ২০২৪ এর মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভাতে যোগ দিয়েছিল সাগর ব্লকের অধীন প্রত্যন্ত একটি দ্বীপ ঘোড়ামারা দ্বীপ সেই ঘোড়ামারা দ্বীপের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
 জনসভায় শেষ করে সাগরের কচুবেড়িয়ার ঘাট থেকে একটি ভুটভুটিতে করে ঘোড়ামারায় যাচ্ছিল তারা,সেই সময় প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ে গিয়ে দিকভ্রষ্ট হয়ে চড়ায় আটকে যায় ওই ভুটভুটি,ওই ভুটভুটিতে প্রায় ১৪০ জনের মতো যাত্রী ছিলো বলে জানা যায়,এরপর ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ও NDRF কর্মীরা গিয়ে ওই মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে থাকা ভুটভুটির যাত্রীদের উদ্ধার করে,তবে যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন,এরপর সবাইকে উদ্ধার করে সুস্থভাবে ঘোড়ামারা দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours