ইলেকট্রিক বিল ২১০ কোটি টাকা! হাতে পেয়েই ৪৪০ ভোল্টের ঝটকা খেলেন ললিত
একঘরে দেবলীনা! মোবাইলে ঢুকছে একের পর এক মেসেজ, বিস্ফোরক অভিনেত্রী
সিবিআই এখন ‘প্রতিপক্ষ’ তিলোত্তমার বাবা-মার, ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
কলকাতা থেকে সাধ করে কিনে নিয়ে গিয়েছিলেন কাকাতুয়া, সেই কাকাতুয়াই প্রাণ নিল মালিকের, আকস্মিকতায় শোরগোল এলাকায়
সমলিঙ্গ বিবাহে ফের মিলল না আইনি স্বীকৃতি, ‘আগের রায়ে কোনও ভুল নেই’, জানাল সুপ্রিম কোর্ট
কলকাতা পুলিশ এলাকায় ভোটপর্ব পরিচালনার জন্য প্ল্যানিং তৈরি নির্বাচন কমিশনের। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে শহরে মোতায়েন থাকবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হচ্ছে ৩২৪টি কুইক রেসপন্স টিম এবং ৩৬টি স্পেশাল কুইক রেসপন্স টিম।
ভোট সপ্তমীতে নিশ্ছিদ্র ঘেরাটোপে কলকাতা, চলবে 'পাখির চোখে' নজরদারি
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)
কলকাতা: লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় ভোট রয়েছে কলকাতা শহরাঞ্চলে। শনিবার ভোট। তার আগে কলকাতা পুলিশ এলাকায় ভোটপর্ব পরিচালনার জন্য প্ল্যানিং তৈরি নির্বাচন কমিশনের। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে শহরে মোতায়েন থাকবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হচ্ছে ৩২৪টি কুইক রেসপন্স টিম এবং ৩৬টি স্পেশাল কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেই ভাঙড়ের কিছুটা অংশও এখন কলকাতা পুলিশের অন্তর্গত। শনিবারের ভোটে শুধুমাত্র ভাঙড়ে কলকাতা পুলিশের অন্তর্গত অঞ্চলের জন্যই রাখা হচ্ছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এর পাশাপাশি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মহানগরের ৪৫টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। নজরদারি চলবে শহরের বিভিন্ন বহুতল থেকেও। এরকম মোট ৭২টি বহুতল থেকে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় বিশেষ নজর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন। অতীতে বাংলার ভোটে যে ধরনের অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে এসেছিল, তাতে এবার শুরু থেকেই বাংলার দিকে বাড়তি নজর দিয়েছে নির্বাচন কমিশন।
এবারের ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তি ও গোলমালের অভিযোগ ছাড়া বড়সড় কোনও ঘটনা এখনও পর্যন্ত হয়নি বাংলার ভোটে। মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে ছয় দফার ভোট।
Post A Comment:
0 comments so far,add yours