রাতেই আহতদের দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এসেই তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফাতিরর দাবি তুললেন। এক শিশুও এই ঘটনায় আহত হয়েছে সেই খবরও দেন।

 ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত-সন্ত্রাসের চেনা ছবি, রাতে যা ঘটল তারপরই নওশাদের গ্রেফতারির দাবি শওকতের
শওকত মোল্লা


ভাঙড়: উত্তেজনার আবহ ছিলই। ভোটের একদিন আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দলীয় কর্মসূচি মিটিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান। সঙ্গে ছিল দলেরই বেশ কিছু কর্মী। 


অভিযোগ, যখন তাঁরা দল বেঁধে বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বোমা ছোঁড়া হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফের। ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours