জামিন পেতে মরিয়া বালু এবার নিচ্ছে অন্য পথ...
রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী খাদ্য সংক্রান্ত কেলেঙ্কারি মামলাতেই জেলবন্দি। বারবার জামিন চেয়েও কোনওভাবেই জামিন মিলছে না। তিনি অসুস্থ বললে পাল্টা ইডি আদালতে দাবি করে, এমনও অসুস্থ নন যার জন্য জামিন নিয়ে জেল থেকে বেরোতে হবে। এবার কিডনির অসুস্থতায় জামিনের আবেদনের শুনানিতে দিল্লি এইমসের (AIIMS) উপর চিকিৎসায় আস্থার কথা শোনা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীর মুখে।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন জ্যােতিপ্রিয় মল্লিক ওরফে বালু। চিকিৎসার জন্য জামিন চেয়েছেন ইডি আদালতে। যদিও এই আবেদনে আপত্তি জানিয়ে ইডি বলে, বালুর মেডিক্যাল রিপোর্টে দেখা যাচ্ছে যে তিনি এতটাও অসুস্থ নন যে জামিন দিতে হবে।
তবে কলকাতার হাসপাতালে ইডির যে ভরসা নেই তেমনটাই মনে করছেন বালু। সে কারণেই নিরপেক্ষতা প্রমাণে এবার দিল্লি এইমস থেকে ডাক্তারের টিম এনে স্বাস্থ্য পরীক্ষার আবেদন করলেন বালুর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। এইমস-এর বিশেষজ্ঞ এনে মেডিক্যাল বোর্ড গঠন করা হোক, তার রিপোর্টের উপর ভর করেই আদালত সিদ্ধান্ত নিক বলে শুক্রবার আদালতে দাবি করেন বালুর আইনজীবী। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
Post A Comment:
0 comments so far,add yours