শুক্রবারই একধাক্কায় ৯০০০ টাকা কমেছিল সোনার দাম। অনেকটা সস্তা হয়ে গিয়েছিল সোনা। আজ নতুন করে আবার কমল সোনার দাম। একসঙ্গে রুপোর দামও কমেছে আজ।

ভোট ষষ্ঠীতে সস্তা হয়ে গেল সোনাও, ভোটের কালি লাগিয়েই দোকানে ছুটুন
ফাইল চিত্র

 ভোটষষ্ঠীতে সুখবর। ভোটের দিনই কমল সোনার দাম। শুক্রবারই একধাক্কায় ৯০০০ টাকা কমেছিল সোনার দাম। অনেকটা সস্তা হয়ে গিয়েছিল সোনা। আজ নতুন করে আবার কমল সোনার দাম। একসঙ্গে রুপোর দামও কমেছে আজ। ষষ্ঠ দফার ভোটের দিনই সোনা বা রুপো কেনার যদি পরিকল্পনা থাকে, তবে আজকের দর জেনে নিন-


২২ ক্যারেটের সোনার দাম-
আজ, শনিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৩৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রামের সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।


২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৪৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৪৩০ টাকা। একদিনে ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৩২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৩২০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

রুপোর দাম-
সোনার মতো রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯১৯০ টাকা। একদিনে ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপো কিনতে আজ খরচ হবে ৯১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours