রানি মুখোপাধ্যায় বাঙালি। ওদিকে জয়া বচ্চনও তাই-ই। তিনিও বাঙালি। এই বাংলা যোগের জন্য অনেকের ধারণা ছিল রানিকেই ঘরের বউ করে নিয়ে আসবেন জয়া। কিন্তু তেমনটা নাকি এক্কেবারেই সত্যি না। শুরু থেকেই নাকি রানির প্রতি অসন্তোষ ছিল জয়ার। তাঁকে ছেলের কাছে ঘেঁষতেই দিতে চাননি জয়া। এবং মায়ের অনিচ্ছার কারণেই নাকি রানিকে নিজের জীবন থেকে দূরে সরিয়েছিলেন অভিষেক।

জয়ার কৌশলেই নাকি রানির সঙ্গে প্রেম ভাঙে অভিষেকের, তাঁকে নাকি উত্যক্ত করে ছাড়েন অমিতাভ-জায়া
জয়া বচ্চন চাননি অভিষেক-রানির সম্পর্ক!


সকলের এটা ধারণা যে, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে পুত্রবধূ করতে চেয়েছিলেন জয়া বচ্চন। কিন্তু জানেন কি, বলিউডের অন্দরমহল বলে অন্য কথা। রানিকে নাকি দু’চক্ষে সহ্যই করতে পারতেন না জয়া। তিনিই নাকি কৌশল করে অভিষেকের জীবন থেকে সরিয়েছিলেন রানিকে।


রানি মুখোপাধ্যায় বাঙালি। ওদিকে জয়া বচ্চনও তাই-ই। তিনিও বাঙালি। এই বাংলা যোগের জন্য অনেকের ধারণা ছিল রানিকেই ঘরের বউ করে নিয়ে আসবেন জয়া। কিন্তু তেমনটা নাকি এক্কেবারেই সত্যি না। শুরু থেকেই নাকি রানির প্রতি অসন্তোষ ছিল জয়ার। তাঁকে ছেলের কাছে ঘেঁষতেই দিতে চাননি জয়া। এবং মায়ের অনিচ্ছার কারণেই নাকি রানিকে নিজের জীবন থেকে দূরে সরিয়েছিলেন অভিষেক।

শোনা যায়, যশরাজ প্রয়োজনা সংস্থার তৈরি ছবি ‘লাগা চুনরি মে দাগ’-এর সেটে ঠান্ডা লড়াই হয়েছিল জয়া-রানির মধ্যে। সেই লড়াই নাকি আজও জিইয়ে রেখেছেন দুই বাঙালি তারকা। অভিষেকের বিয়েতেও জয়ার তরফ থেকে কোনও আমন্ত্রণ যায়নি রানির কাছে। এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে অনেকেই যান না। কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে রানির সদ্ভাব থাকলেও তিনি আমন্ত্রণ পাননি জয়ার রানি-বিতৃষ্ণার কারণে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours