ভোটের রেজাল্টের এখনও ঢের দেরি। সবে দুই দফার ভোট হয়েছে। বাকি এখনও পাঁচ দফা। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে ফুটবলের পরিভাষায় জানিয়ে দিলেন, '২-০ গোলে এগিয়ে রয়েছে এনডিএ'।

 '২-০ গোলে এগিয়ে NDA', সেট পিস থেকে দূরপাল্লার শট মোদীর
নরেন্দ্র মোদী

 সাত দফার ভোট। সবে দ্বিতীয় দফা হয়েছে। কিন্তু দুই দফার ভোট দেখেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে ফুটবলের পরিভাষায় জানিয়ে দিলেন, ‘২-০ গোলে এগিয়ে রয়েছে এনডিএ’। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হতে এখনও ঢের দেরি। সব দফার শেষে ৪ জুন ঘোষণা হবে ভোটের রেজাল্ট। তবে প্রথম দুই দফার ভোটের পর সমীকরণ কেমন, তা বেশ আত্মবিশ্বাসী সুরেই জানিয়ে দিলেন মোদী।


শনিবার মহারাষ্ট্রের কোলাপুরে ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই মোদী বলেন, “কোলাপুরকে বলা হয় মহারাষ্ট্রের ফুটবল হাব। এখানে যুব সমাজের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। যদি আমাকে ফুটবলের পরিভাষায় বলতে হয়, তাহলে গতকাল দ্বিতীয় দফার ভোটের শেষে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ২-০ -তে এগিয়ে রয়েছে।” লোকসভা ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


উল্লেখ্য, ভোট রাজনীতিতে বাংলায় ‘খেলা হবে’ স্লোগান অত্যন্ত চর্চিত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া সুরে ঘাসফুল শিবিরের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতা-নেত্রীদের গলায় শোনা যায় ‘খেলা হবে’ স্লোগান। তবে এবার মহারাষ্ট্রে ভোটের প্রচার থেকে একেবারে দূরপাল্লার শট হাঁকিয়ে বল জালে জড়ালেন মোদী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours