খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ গুরবাজ। এই ফরম্যাটে যে কোনও সময়ই যে সুযোগ আসতে পারে, ভালো ভাবেই জানেন। অপেক্ষার পাশাপাশি নিজেকে সবরকম ভাবে প্রস্তুত রাখাটাই আসল। টানা তিন ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় হারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। তবে লিগের সবে শুরুর দিক। ঘুরে দাঁড়ানোর যথেষ্ঠ সুযোগ রয়েছে কেকেআরের।
দলে না থেকেও ধোনির অমূল্য উপহার পেলেন KKR ব্যাটার
আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য ছন্দে ছিলেন। আইপিএলেও গত মরসুমে ভালো খেলেছেন। জেসন রয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এ বার এখনও সুযোগ মেলেনি আফগান কিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের। ইংল্যান্ডের কিপার ব্যাটার ফিল সল্টকে শেষ মুহূর্তে সই করেছিল কলকাতা নাইট রাইডার্স। জেসন রয় সরে দাঁড়ানোতেই সুযোগ মেলে সল্টের। প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছিলেন। কেকেআরকে প্রথম তিন ম্যাচে দারুণ স্টার্টও দিয়েছেন।
খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ গুরবাজ। এই ফরম্যাটে যে কোনও সময়ই যে সুযোগ আসতে পারে, ভালো ভাবেই জানেন। অপেক্ষার পাশাপাশি নিজেকে সবরকম ভাবে প্রস্তুত রাখাটাই আসল। টানা তিন ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় হারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। তবে লিগের সবে শুরুর দিক। ঘুরে দাঁড়ানোর যথেষ্ঠ সুযোগ রয়েছে কেকেআরের।
চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও দারুণ উপহার প্রাপ্তি হয়েছে গুরবাজের। মহেন্দ্র সিং ধোনি প্রতিটি তরুণ ক্রিকেটারের কাছেই আইকন। রিঙ্কু সিং ম্যাচের আগেও সিএসকে ড্রেসিংরুমে গিয়ে মাহি ভাইয়ের সঙ্গে ছবি তুলেছিলেন। গুরবাজ পেলেন উপহার। ম্যাচ শেষে কেকেআরের আফগান তারকাকে ব্যাট উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তা যে কতটা মূল্যবান, ভাষায় প্রকাশ করা কঠিন।
সোশ্যাল মিডিয়ায় গুরবাজ তা পোস্টও করেছেন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি। নিজেকে প্রেরণা দেওয়ার মতোই বার্তা গুরবাজের। লিখেছে-অতীত নিয়ে উদ্বিগ্ন না হওয়ায় শ্রেয়, ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, মুহূর্তে বাঁচো। কিংবদন্তি মাহির সঙ্গে কাটানো মুহূর্ত নিয়েই যে বলছেন, তা পরিষ্কার।
Post A Comment:
0 comments so far,add yours