Whoever does not have the power to win in his own village panchayat will lose the Lok Sabha polls, announced the BJP candidate standing in the village of the Trinamool candidate.
প্রচন্ড রৌদ্রের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কুমার পুরকাইত দক্ষিণ কাশিনগর এর শিব মন্দির পূজা দিয়ে নির্বাচনী প্রচার সারলেন, এই প্রচারে বিজেপি সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়।
এই প্রচার হয় মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের নিজের গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের।
যা নিয়ে রাজনীতিক মহল এবং এলাকাবাসীদের মধ্যেই কৌতূহলের শেষ ছিল না।
প্রার্থীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ হাতে ফুল নিয়ে প্রার্থীর মাথায় ছড়িয়ে দেন।
এই প্রচারে ভিড় দেখে খুশি বিজেপির প্রার্থী।
অশোক কুমার পুরকাইত,বিজেপি লোকসভার প্রার্থী
Post A Comment:
0 comments so far,add yours