আজ সকাল সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বিএনআর হাসপাতালে। তবে দমকলের দাবি, এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চোখের অপারেশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
গার্ডেনরিচে রেলের হাসপাতালে আগুন, জওয়ানদের চেষ্টা প্রাণ বাঁচল রোগীদের
গার্ডেনরিচে রেলের হাসপাতালে আগুন
কলকাতা: ফের গার্ডেনরিচ। এবার আগুন আতঙ্ক ছড়াল সেখানে। জানা যাচ্ছে, রেল হাসপাতালে আগুন লেগে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখান পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এ দিকে, আগুনের খবর পৌঁছতেই রোগী এবং পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
আজ সকাল সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বিএনআর হাসপাতালে। তবে দমকলের দাবি, এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চোখের অপারেশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। তবে কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই মূলত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ঠ নয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই লাগার ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ।
আগুন লাগার প্রসঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ান বলেন, “আগুন লাগার পরই আমরা রোগীদের সরিয়ে ফেলি। প্রায় দশ থেকে পনেরো রোগী ছিলেন। আমরাও চেষ্টা করছিলাম আগুন নেভানোর। তবে তা হওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।”
Post A Comment:
0 comments so far,add yours