চড়ক উপলক্ষে সাগরের বকুলতলা শিবালয় মন্দিরের সন্ন্যাসীরা বটির উপর দিল ঝাঁপ
১৩ই এপ্রিল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চড়ক মেলা,শনিবার বিকেলে সাগরের বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণের পুকুর থেকে চড়ক গাছ তোলে সন্ন্যাসীরা,এরপর শনিবার সন্ধ্যায় সাগরের বকুলতলা শিবালয় মন্দিরের সন্ন্যাসীরা চড়ক মেলা উপলক্ষে বটির উপর ঝাঁপ দেয় এবং সমস্ত সন্ন্যাসীরা নিল উৎসব পালন করে,সাগরের বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গনে চড়ক মেলা ও নিল উৎসব দেখার জন্য ভিড় জমিয়েছে প্রচুর মানুষ
এর পাশাপাশি ১৪ই এপ্রিল রবিবার ভোর রাতে সাগরের ওই বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কালী নাচ এদিন ভোরে ওই কালী নাচে দেখার জন্য ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ ,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours