লোকসভা নির্বাচনের মুখে এসইউসিআই এবং বিজেপি থেকে বড়োসড় ভাঙ্গন রায়দিঘীতে!(তৃণমূলে যোগদান)

লোকসভা নির্বাচনের মুখে ফের মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘীতে বিজেপি ও ইসইউসিআই থেকে ৬ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।রায়দিঘী বিধানসভার রাধাকান্তপুর ও গিলার ছাট এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার কে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা হয়,এই দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে তৃণমূলের বিভিন্ন নির্বাচনী কর্মসূচি করা হয়, যেমন, ওয়েলকাম পয়েন্ট, স্পেশাল ইভেন্ট, ডোর টু ডোর, একতা ভোজ, মুখোমুখি উপধকতা, স্টিট কর্নার সহ বহু কর্মসূচি নেওয়া হয় তৃণমূলের তরফ থেকে, এই দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বলেন, এলাকা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং দলের উন্নয়নমূলক কাজ দেখে এলাকার স্থানীয় মানুষজন বিজেপি ও ইসইউআই ছেড়ে তৃণমূল দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী দিনে তৃণমূল ছাড়া অন্য কোন রাজনৈতিক দল থাকবে না বলে মত প্রকাশ বাপি হালদারের।আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে, এছাড়াও এলাকার সমস্ত যোগ্য মানুষ লক্ষীর ভান্ডার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে। এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাই বিজেপি এবং এসইউসিআই থেকে সকলেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ জয় নিশ্চিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের।
এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, তৃণমূলের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সংকীর্তন দা সহ বহু তৃণমূল নেতৃত্বরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours