অমিতাভ এবং জয়া একসঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। একবার তাঁদের লন্ডনে বেড়াতে যাওয়ার কথা ছিল। বাড়িতে জানাতেই বাধা আসে।
অভিতাভের বাবা বিখ্যাত হিন্দি ভাষার কবি হরিবংশ রাই বচ্চন বলেছিলেন, "বিয়ে করে যেখানে খুশি যাও তোমরা।"
অমিতাভের ভালবাসা পাননি জয়া, তাই খিটখিটে? ভাইরাল পুরনো ভিডিয়ো
অমিতাভ-জয়া।
অমিতাভ বচ্চন নাকি এক্কেবারেই রোম্যান্টিক নন। তা নিজে মুখে স্বীকার করে নিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেই ভিডিয়োটি এক সাক্ষাৎকার পর্বের একটি ছোট্ট ক্লিপিং। পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের কেউ-কেউ বলেছেন, “এই কারণেই জয়া বচ্চন এত্ত খিটখিটে হয়ে গিয়েছেন।”
সিমি গারেওয়ালের টক শোতে একবার এসে এই কথা বলেছিলেন জয়া। বলেছিলেন, “আমার স্বামী অমিতাভ এক্কেবারেই রোম্যান্টিক নন।” সিমি খুবই অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, “যখন আপনি গার্লফ্রেন্ড ছিলেন, তখনও কি অমিতাভ রোম্যান্টিক ছিলেন না।” জয়ার উত্তর, “তখনও অমিতাভ রোম্যান্টিক ছিলেন না। এরকম কাটখোট্টাই ছিলেন তিনি আগাগোড়াই।”
Post A Comment:
0 comments so far,add yours