অবশেষে স্পিড বোটের মাধ্যমে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ওই পান চাষী যুবকের খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২৪ শে মার্চ রবিবার সকালে সাগরের কচুবেড়িয়ার LCT ঘাটে পান ট্রলার থেকে হঠাৎই মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন কচুবেরিয়া এলাকার বছর ৩৫ এর হরেকৃষ্ণ মান্না নামে এক পান চাষী যুবক,
এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও একটি স্পিডবোট নিয়ে নিখোঁজ ওই পান চাষী যুবকের খোঁজে রবিবার দিনভর তল্লাশি চালিয়েছে,
রবিবার দিনভর তল্লাশি চালিয়ে ও এখনো পর্যন্ত নিখোঁজ ওই যুবকের কোন খোঁজ মেলেনি
এর পাশাপাশি ওই সাগরের কচুবেড়িয়ার LCT ঘাটে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস ও সাগরের জয়েন্ট বিডিও অরিনন্দম পাত্র,মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত সহ অন্যান্যরা,
এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours