ইন্দ্রাণী হালদার অভিনীত 'গোয়েন্দা গিন্নি' সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রিয়া মণ্ডল। লাইমলাইটে আসেন তখনই। প্রিয়ার বাবা-মা শুরু থেকেই চাইতেন তিনি অভিনয় পেশায় এগিয়ে যান। অনেকটা বাবা-মায়ের ইচ্ছেতেই 'ডান্স বাংলা ডান্স'-এ অংশগ্রহণ করেছিলেন প্রিয়া। কিন্তু লেখাপড়াটাও শেষ করতে চেয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী এবং তাঁর মাকে দেখে পড়ার লোকের কটূক্তি, 'কোত্থেকে রাত কাটিয়ে এল...'
প্রিয়া মালাকার।
কলকাতার হাইকোর্টের আইনজীবী এই অভিনেত্রী। অভিনয় করতে-করতে লেখাপড়া শেষ করেছেন তিনি। তাঁর নাম প্রিয়া মালাকার। অভিনয়ের মতো এক অনিশ্চিত পেশায় থেকেও কীভাবে ওকালতিতে এত ভাল ফল করলেন প্রিয়া, সেটা একটা কাহিনি। নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
ইন্দ্রাণী হালদার অভিনীত ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রিয়া মণ্ডল। লাইমলাইটে আসেন তখনই। প্রিয়ার বাবা-মা শুরু থেকেই চাইতেন তিনি অভিনয় পেশায় এগিয়ে যান। অনেকটা বাবা-মায়ের ইচ্ছেতেই ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণ করেছিলেন প্রিয়া। ভোরবেলা থেকে মেয়েকে নিয়ে তাঁর অডিশনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। সেই লড়াইয়ের কথা প্রিয়া নিজের মুখে ব্য়ক্ত করেছিলেন একটি প্ল্যাটফর্মে।
নাচ করতে গিয়েই অভিনয়ে আসেন প্রিয়া। অভিনেত্রী জানিয়েছেন, নাচের মতো অভিনয়ে সুযোগ পেতেও তাঁকে অডিশন দিতে হয়েছিল। প্রথমে ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করতে আসেন। তারপর ‘ত্রিনয়নী’ সিরিয়ালে কামিনীর চরিত্রটা পেয়েছিলেন। প্রিয়া জানিয়েছিলেন, অনেকেরই ভ্রান্ত ধারণা আছে, অভিনয় করতে গেলে কাউকে টাকা দিতে হয়। সেটা কিন্তু নয়। ফলে কাজ পাইয়ে দেব বলে যদি কেউ টাকা চান, সেই ফাঁদে পা দেবেন না।
Post A Comment:
0 comments so far,add yours