মেকআপ আটিস্টের কাজের নামে বকখালীতে এনে ধর্ষণ মহিলার গ্রেপ্তার প্রোডাকশন ম্যানেজার।
14.04.24 তারিখ ভোরবেলা 02.30 নাগাদ ডানলপের একজন মেয়ে শুটিংয়ের জন্য মেকআপ আর্টিস্টের কাজে বকখালিতে আসে। তারপর তাদের প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ তাকে হোটেল ব্লু মুনের একটি রুমে team এর সঙ্গে থাকতে রাজি করায়। ভোরবেলা প্রায় 03.00 নাগাদ মেয়েটি ক্লান্তির কারণে তন্দ্রা অনুভব করতে শুরু করে এবং রাহুল ঘোষের পাশে ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পরে তাকে জোর করে ধর্ষণ করে প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগকারীর এই লিখিত অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, মামলা নং-35/24, তারিখ-14.04.24, U/S-376(1)/506 IPC দায়ের করা হয়েছে এবং তদন্তে নেমে পুলিশ রাহুল ঘোষকে গ্রেপ্তার করেছে এবং পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।
ইতিমধ্যে ধর্ষিত মহিলার স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours