বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর ম্যাচের আগের দিন একটা ছবি প্রকাশ্যে এসেছিল। প্র্যাক্টিসে আরসিবি তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীর। ছবিটা এমন, দেখে মনে হচ্ছে দু-জনেই একে অপরকে ম্যাচের আগে মেপে নিচ্ছেন। ম্যাচের পর কী পরিস্থিতি হতে পারে, আকর্ষণ ছিল সেটাও। ম্যাচ চলাকালীন স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে আসেন গম্ভীর।
'বন্ধু হতে পারি না...!', ভালোবাসার ইডেনে পাশাপাশি কোহলি-গম্ভীর
ফসিলস ব্যান্ড-রূপম ইসলামের সেই গানটা মনে পড়ে? শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না? হঠাৎ এমন প্রশ্ন কেন! গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। বছরের পর বছর একটা ছবি দেখতেই যেন সকলে অভ্যস্ত হয়ে পড়েছেন। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি একসঙ্গে হলেই কোনও না কোনও বিতর্কের পরিস্থিতি। এ মরসুমে আরসিবির মাঠে খেলে এসেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেও নজর ছিল বিরাট-গম্ভীরেই।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর ম্যাচের আগের দিন একটা ছবি প্রকাশ্যে এসেছিল। প্র্যাক্টিসে আরসিবি তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীর। ছবিটা এমন, দেখে মনে হচ্ছে দু-জনেই একে অপরকে ম্যাচের আগে মেপে নিচ্ছেন। ম্যাচের পর কী পরিস্থিতি হতে পারে, আকর্ষণ ছিল সেটাও। ম্যাচ চলাকালীন স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে আসেন গম্ভীর। বিরাটকে আলিঙ্গন করেন। ইডেনে ম্যাচের আগে পরিস্থিতিটা আরও সুন্দর।
প্রচন্ড গরম। ইডেনে রবিবার দুপুরের ম্যাচ। দিনের ম্যাচের তাপ বাড়বে বিরাট কোহলি মাঠে নামলেই। তার আগের দিন অবশ্য শান্ত পরিবেশ। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর পাশাপাশি দাঁড়িয়ে আড্ডা মারছেন! বিশ্বাস না হওয়ার মতোই যেন। অন্তত গত কয়েক বছরের ট্রেন্ড ধরলে এমনটাই বলা যায়। কলকাতা ভালোবাসার শহর। ইডেন গার্ডেন্স ভালোবাসার মাঠ। ইডেনে কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি বিরাট কোহলির। সেই ম্যাচে সেরার পুরস্কার জিতেছিলেন গৌতম গম্ভীর। যদিও তরুণ বিরাট কোহলিকে সেই পুরস্কার দিয়েছিলেন গৌতম।
পরবর্তীতে সম্পর্কে অবনতি হতে থাকে। জাতীয় দলে থাকাকালীন হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ হিসেবে খেলার সময়। এ মরসুমে সব পাল্টে গিয়েছে। শনিবারের ইডেনে আরও একটা বন্ধুত্বের মুহূর্ত। ভালোবাসার শহরে পাশাপাশি বিরাট-গম্ভীর।
Post A Comment:
0 comments so far,add yours