এখনও পর্যন্ত সাড়া ফেলার মতো কোনও ছবিই উপহার দিতে পারেননি অর্জুন। সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। এর মধ্যেই মুম্বইয়ে নিজের অ্যাক্টিং স্কুল খুলেছেন অর্জুন। সেই খবর সামনে আসতেই হাসির রোল নেটপাড়ায়।

অর্জুন কাপুরের অ্যাক্টিং স্কুল! হাসির রোল নেটপাড়ায়, 'ও তো নিজেই পারে না...'
অর্জুন কাপুর।


মুম্বইয়ে একটি অ্যাক্টিং স্কুল আছে অভিনেতা অর্জুন কাপুরের। তিনি প্রযোজক বনি কাপুরের পুত্র। ‘ইশকজ়াদে’ ছবিতে ডেবিউ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়ার সঙ্গে। ‘কি অ্যান্ড কা’, ‘গুন্ড’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সাড়া ফেলার মতো কোনও ছবিই উপহার দিতে পারেননি অর্জুন। সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। এর মধ্যেই মুম্বইয়ে নিজের অ্যাক্টিং স্কুল খুলেছেন অর্জুন। সেই খবর সামনে আসতেই হাসির রোল নেটপাড়ায়।


অনেকেই অর্জুনকে কটাক্ষ করেছেন অ্যাক্টিং স্কুল খোলার জন্য। বলেছেন, “নিজেই অ্যাক্টিং করতে পারে না, লোককে কীভাবে অভিনয় শেখাবেন!” কেউ আবার বলেছেন, “হে ভগবান, আমাকে তুলে নিন। এই দিনও দেখতে হবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours