এই গরমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিলেন কিছু টিপস। না, নিজের মুখে কোনও টিপস দেননি তিনি। পোস্ট করেছেন এক ভিডিয়ো। তা দেখে শরীর শীতল হয়ে যেতে পারে এই দগ্ধ উত্তাপেও।

এই তপ্ত গরমে নিজের শরীরটাকে কীভাবে 'কুল' রাখছেন শ্রীলেখা, রইল ভিডিয়ো
শ্রীলেখা মিত্র।

বাইরে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে বাড়ির বাইরে পা রাখলেই হিট স্ট্রোকের আশঙ্কা তৈরি হতে পারে। ফলে শরীর ঠান্ডা রাখার একাধিক টোটকা গুগলে ঘুরছে। দিদিমা-ঠাকুমাদের পুরনো দিনের টোটকাও রয়েছে একাধিক। অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিলেন কিছু টিপস। না, নিজের মুখে কোনও টিপস দেননি তিনি। পোস্ট করেছেন এক ভিডিয়ো। তা দেখে শরীর শীতল হয়ে যেতে পারে এই দগ্ধ উত্তাপেও।


টালিগঞ্জের এক আবাসনে নিজের মনের মতো করে শ্রীলেখা সাজিয়েছেন একটি ফ্ল্যাট। গোলাপি, সবুজ দেওয়ালে ফ্লোরাল প্যাটার্ন করা শ্রীলেখার। কন্যা ঐশী এবং বহুদিনের মাসি ছাড়াও অভিনেত্রীর সঙ্গে থাকে তাঁর পাঁচ চারপেয়ে সন্তান। এই গরমে মানুষের যত না কষ্ট হয়, অন্যান্য প্রাণীদের হয় তার চেয়ে আরও অনেক বেশি। ফলে চারপেয়ে সন্তানদের কষ্ট লাঘব করতে তাঁদের জন্য একটি পোর্টেবল সুইমিং পুল কিনেছিলেন শ্রীলেখা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours