মূলত দুটি প্রশ্ন করেছিল এই খ্যাতনামীদের। প্রশ্ন এক : কী বিচার করে কোনও প্রার্থীকে তাঁরা ভোট দেন? প্রশ্ন দুই : ক্ষমতায় আসা নতুন সরকারের থেকে তাঁদের কী প্রত্যাশা? চাঁচাছোলা উত্তর এসেছে দোলন, খরাজ এবং ভাস্করের থেকে।
রেগে আগুন খরাজ-ভাস্কর-দোলনরা, কেন চাইছেন রাষ্ট্রপতি শাসন?
খরাজ-দোলন-ভাস্কর
প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চলছে ২০২৪ সালের ভোট পর্ব। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতীয় নাগরিকদের ভোটদান। ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে দেশের বেশ কিছু জায়গায়। ১ জুন পর্যন্ত চলবে বিভিন্ন দফার ভোট পর্ব। ৪ জুন জানা যাবে ফলাফল। জানা যাবে, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আগামী পাঁচ বছরের জন্য। এই মুহূর্তে চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায় বিষয় বাতাসে তাপমাত্রা কত এবং এই লোকসভা ভোট। খ্য়াতনামীরাও এই নিয়ে অহোরাত্র আলোচনা চালাচ্ছেন। তাঁদের মধ্যে কেউ-কেউ আবার বীতশ্রদ্ধ। বীভৎস বিরক্তি প্রকাশ করেছেন। চারদিকের রাজনৈতিক ডামাডোল, রাজ্যের এবং দেশের চুরিচামারি, জালিয়াতি দেখে সব রাজনৈতিক দলের থেকেই আশা হারিয়েছেন তাঁরা। বিরক্তি প্রকাশ করতে কুণ্ঠা প্রকাশ করছেন না অভিনেত্রী দোলন রায়, অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায়রা। তাঁদের বিরক্তি শুনল
মূলত দুটি প্রশ্ন করেছিল এই খ্যাতনামীদের। প্রশ্ন এক : কী বিচার করে কোনও প্রার্থীকে তাঁরা ভোট দেন? প্রশ্ন দুই : ক্ষমতায় আসা নতুন সরকারের থেকে তাঁদের কী প্রত্যাশা? চাঁচাছোলা উত্তর এসেছে দোলন, খরাজ এবং ভাস্করের থেকে।
Post A Comment:
0 comments so far,add yours