প্রাক্তন ক্রিকেটারদের কেউ চাইছেন, মায়াঙ্ককে বোর্ডের চুক্তিতে আনা হোক, আবার কেউ বলছেন আইপিএল শেষে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। এমন প্রতিভা সুযোগ পাওয়ারই মতো। এ বারই আইপিএল অভিষেক। প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট।

 মায়াঙ্ক যাদবের মোকাবিলা? শুভমনদের ক্লাস নিলেন প্রোটিয়া ব্যাটার

লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ মানেই নজর এখন মায়াঙ্ক যাদবের দিকে। আর তিনি বোলিংয়ে এলে চোখ খোঁজে স্পিড মিটার। কতটা গতি তুললেন মায়াঙ্ক! তাঁর এক্সপ্রেস গতি সামলাতে হাড়হিম পরিস্থিতি প্রতিপক্ষ ব্য়াটারদের। টানা দু-ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন লোকেশ রাহুলের তুরুপের তাস। গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও কি এমন কিছুই হবে? লখনউ শিবিরে আশা, টাইটান্স শিবিরে আশঙ্কা। সতীর্থদের মনোবল বাড়াতে ক্লাস নিলেন প্রোটিয়া ব্য়াটার। বিস্তারিত জেনে নিন 
এর এই প্রতিবেদনে।


প্রাক্তন ক্রিকেটারদের কেউ চাইছেন, মায়াঙ্ককে বোর্ডের চুক্তিতে আনা হোক, আবার কেউ বলছেন আইপিএল শেষে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। এমন প্রতিভা সুযোগ পাওয়ারই মতো। এ বারই আইপিএল অভিষেক। প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটার মায়াঙ্কের মধ্যে শন টেইটকে খুঁজে পাচ্ছেন। তাঁকে কী ভাবে সামলাতে হবে, এই রাস্তা খুঁজে বের করেছেন গুজরাট টাইটান্সের ব্যাটার ডেভিড মিলার।

মরসুমের শুরুতে মিলারের ফর্ম নিয়ে চিন্তায় ছিল গুজরাট টাইটান্স। ফর্মে ফিরলেও চোটের কারণে তাঁকে খেলানোর ঝুঁকি নেননি শুভমনরা। যা পরিস্থিতি, লখনউয়ের বিরুদ্ধে খেলছেন ডেভিড মিলার। আর তিনিই উপায় বললেন মায়াঙ্ককে মোকাবিলা করার। সাংবাদিক সম্মেলনে মিলার বলেন, ‘মায়াঙ্ক দুর্দান্ত বোলিং করছে। আমরা ওকে নিয়ে সচেতন। তেমনই ওকে সামলানোর বিষয়েও আমরা বদ্ধপরিকর। অনেক ক্ষেত্রেও বল যত দ্রুত আসে, তত দূরেও যায়।’


ঠিক কী বলতে চাইছেন মিলার? আইনস্টাইনের থিয়োরিই যেন বোঝাতে চাইলেন। তবে মায়াঙ্ককে শুধু দক্ষতা নয়, মানসিকতা দিয়েও আটকাতে হবে বলে মনে করেন মিলার। তাঁর কথায়, ‘যদি মানসিক ভাবে মনে হয় ওকে আটকানো সম্ভব, তবে অবশ্যই সম্ভব। সহজ বিকল্প, ওর ওভারগুলো কোনওরকমে কাটিয়ে দেওয়া। আক্রমণের জন্য অন্য বোলারকে টার্গেট করা যেতে পারে।’ সতীর্থদের জন্য তাঁর বার্তা যে ঠিক কী, এই মন্তব্যেই যেন পরিস্কার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours