ডনের অঙ্গুলিহেলনেই নাকি একবার একটি অনুষ্ঠানে নেচেছিলেন রাজেশ খান্না, ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। সব্বাই জানেন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীও তিনি। দাউদের ইশারায় কোনও অনুষ্ঠানে কি সত্যি নেচেছিলেন টুইঙ্কল? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী...

দাউদের অঙ্গুলিহেলনে টুইঙ্কলের নাচ, অবশেষে মুখ খুললেন অক্ষয়-পত্নী?
দাউদ-টুইঙ্কল।


মুম্বইয়ের আলো-আঁধারি জগতের ‘বেতাজ বাদশাহ’ দাউদ ইব্রাহিম। এই প্রখ্যাত ডন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার খাতায়। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারীর তালিকায় নাকি ছিলেন এই ডনই। তাঁকে নিয়ে সিনেমা হয়েছে প্রচুর। বলিউডের সুন্দরী নায়িকাদের উপর নজরও রয়েছে এই ডনের। এই ডনের অঙ্গুলিহেলনেই নাকি একবার একটি অনুষ্ঠানে নেচেছিলেন রাজেশ খান্না, ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। সব্বাই জানেন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীও তিনি। দাউদের ইশারায় কোনও অনুষ্ঠানে কি সত্যি নেচেছিলেন টুইঙ্কল? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী…


মস্করা করার খুবই স্বভাব আছে টুইঙ্কলের। এ প্রশ্ন আসতেই হাসতে-হাসতে তাঁর জবাব, “সবাই বলছে, আমি নাকি দাউদের কোনও এক অনুষ্ঠানে নেচেছি। হাসি পাচ্ছে। রাগও হচ্ছে। এমনটা রটেছে দেখে। আমি তো নাচতেই পারি না। আমার কাছে নাচতে গেলেই উঠোন বাঁকা। আমার ছেলেমেয়েরা বলে, ‘মা, তোমার নাচ দেখলে মনে হয় কুস্তি করছ’। আর আমাকে দাউদ ডাকবেন। কখনওই না। আরও অনেক ভাল নৃত্যশিল্পী আছেন। তাঁদের ডাকবেন। আমাকে ডাকবেনই না। সব মিথ্যে কথা।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours