আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে বিশ্বরেকর্ড গড়ায় যেন বাড়তি উচ্ছ্বাস রোমালিয়ার। এমন হওয়াটাই স্বাভাবিক। মেয়েদের টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৩ রান দিয়ে ৭ উইকেট। নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ আঞ্চলিক যোগ্যতাঅর্জন পর্বে ফ্রান্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন ফ্রেডেরিক। ২০২১ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন রোমালিয়া।
০ রানে ৭ উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে 'মিরাকল' বোলিং পরিসংখ্যান
অভিষেক ম্যাচ। আর তাতেই মিরাকল রেকর্ড! তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে। এমনই বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার রোমালিয়া। কোনও রান না দিয়েই নিলেন সাত উইকেট! এও কি সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও এমনটাই হয়েছে। মেয়েদের ক্রিকেটে ক্রিকেটে ইন্দোনেশিয়া বনাম মঙ্গোলিয়া ম্যাচে। ইন্দোনেশিয়ার বালিতে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানেই রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে বিশ্বরেকর্ড গড়ায় যেন বাড়তি উচ্ছ্বাস রোমালিয়ার। এমন হওয়াটাই স্বাভাবিক। মেয়েদের টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৩ রান দিয়ে ৭ উইকেট। নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ আঞ্চলিক যোগ্যতাঅর্জন পর্বে ফ্রান্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন ফ্রেডেরিক। ২০২১ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন রোমালিয়া।
অফস্পিনার রোমালিয়া কেরিয়ারের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন। সেখানেই শেষ নয়। বরং শুরু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান তুলেছিল ইন্দোনেশিয়া। তবে রোমালিয়ার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৪ রানেই অলআউট মঙ্গোলিয়া। ইনিংসের একাদশতম ওভারে বোলিংয়ে আসেন রোমালিয়া। তুলে নেন প্রতিপক্ষ ক্যাপ্টেনের উইকেট। সব মিলিয়ে ৩.২ ওভারে ০ রানে ৭ উইকেট।
রোমালিয়ার কীর্তিতে মঙ্গোলিয়ার কোনও ব্যাটারই দু-অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সাত জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে সাত উইকেটের কীর্তি রোমালিয়ার। ডাচ বোলার ওভারডাইক, আর্জেন্টিনার অ্যালিসন স্টকসও ৭ উইকেট নিয়েছিলেন। তবে তাঁরা দু-জনই তিন রান দিয়ে সাত উইকেট নিয়েছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours