সাগরের কচুবেড়িয়ার LCT ঘাটে পান ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক চাষী যুবক
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২৪শে মার্চ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন সাগরের কচুবেড়িয়ার LCT ঘাট থেকে ট্রলারে করে কাকদ্বীপের পান মার্কেটে পান নিয়ে যাওয়ার সময় সাগরের কচুবেড়িয়ার LCT ঘাটে ওই পান ট্রলার থেকে হঠাৎই মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েযায় সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা বছর ৩৫ এর হরেকৃষ্ণ মান্না নামে এক চাষী যুবক,
ইতিমধ্যে ওই ঘটনার খবর পেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রলার নিয়ে ওই যুবকের খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ,ও ওই এলাকার স্থানীয় বাসিন্দারা,আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে,
এদিন ওই বিষয়ে ওই যুবকের পরিবারের লোকজন আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours