২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুম পর পর ওই দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় টিম। ওই দুটো সিরিজ জয় ভারতীয় টিমের মনোবল বাড়িয়ে দিয়েছে অনেকখানি। বিদেশের মাটিতে, বিশেষ করে যেখানে বাউন্স ও গতি থাকে, সেখানে গিয়ে সাফল্য পাওয়া মানে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি, তা নিয়ে সন্দেহ নেই। এ বারের সিরিজও সমান গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে হারাতে পারলে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে অনেকটা এগিয়ে থাকবে ভারতীয় টিম।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কোন মাঠে ফাঁস, শুরু পারথে
কলকাতা: ৩৩ বছর পর আবার ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়ার মাঠে ১৯৯১-৯২ মরসুমে ৫ টেস্টে সিরিজ শেষ বার খেলেছে ভারতীয় টিম। চলতি বছরের ডিসেম্বরে রোহিত শর্মার ভারত আবার পাঁচ টেস্টের সিরিজ খেলবে। এর আগের দুটো সফরে ভারত ওই দেশ থেকে জিতে ফিরেছে। এ বার যদি হারাতে পারে, জয়ের হ্যাটট্রিক হবে। অজিদের দেশে পেস বোলিং সামলে পাল্টা আক্রমণ করা, কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য বুমরা-সামি-সিরাজদের মতো পেসারদের তৈরি থাকা, পন্থ-যশস্বীদের মতো আগ্রাসীদের ব্যাট থেকে রানের ঝলক— এ বারও অনেক কিছু দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট দুনিয়া। ওই সিরিজে পাঁচটা টেস্ট কবে, কোন মাঠে খেলা হবে, তা ফাঁস হয়ে গেল। আইপিএলের বাজারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে কিন্তু কম আগ্রহ নেই। বিস্তারিত জেনে নিন
সিডনি মর্নিং হেরল্ডের খবর অনুযায়ী, পাঁচ টেস্টের শুরু হতে চলেছে ঐতিহ্যশালী মাঠ পারথ থেকে। ওয়াকার ক্রিকেট ঐতিহ্য নিয়ে কম আলোচনা হয় না। সেই মাঠেই সিরিজের শুরু থেকে ক্রিকেট যুদ্ধ উত্তাপ বয়ে আনবে। দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেডে। দিন-রাতের টেস্ট দেখা যাবে সেখানে। ভারতীয় টিম চাইবে, প্রথম টেস্ট জিতে কিংবা ড্র করে অ্যাডিলেডের দিকে পা বাড়াতে। তা যদি পারেন রোহিতরা, উত্তেজনা চরমে উঠবে। তৃতীয় টেস্ট হবে ব্রিসবেনে। চতুর্থ টেস্ট অর্থাৎ যা বক্সিং ডে টেস্ট হিসেবে বিবেচিত হবে, তা হবে মেলবোর্নে। নতুন বছরের শুরু হবে সিডনি টেস্ট দিয়ে। এই পাঁচটা টেস্ট নিয়ে তুমুল আগ্রহ থাকবে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ কিংবা ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের মতোই ইদানীং আকর্ষণীয় হয়ে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার লাল বলের দ্বৈরথ।
২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুম পর পর ওই দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় টিম। ওই দুটো সিরিজ জয় ভারতীয় টিমের মনোবল বাড়িয়ে দিয়েছে অনেকখানি। বিদেশের মাটিতে, বিশেষ করে যেখানে বাউন্স ও গতি থাকে, সেখানে গিয়ে সাফল্য পাওয়া মানে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি, তা নিয়ে সন্দেহ নেই। এ বারের সিরিজও সমান গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে হারাতে পারলে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে অনেকটা এগিয়ে থাকবে ভারতীয় টিম।
Post A Comment:
0 comments so far,add yours