ঘরের মাঠে অ্যাওয়ে টিমের ক্যাপ্টেন হিসেবে নামছেন হার্দিক পান্ডিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন। টসে হার্দিক বলেন, 'গুজরাট আমাকে অনেক কিছু দিয়েছে। তবে আমার আইপিএল কেরিয়ার শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে। এই মাঠে আবারও নামতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।'
টস জিতে ফিল্ডিং হার্দিকের, কী হল মুম্বই ও গুজরাটের একাদশ?
সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ! পরিস্থিতির নিরিখে আপাতত এই ম্যাচকেই এগিয়ে রাখা যায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্বে অভিষেক হচ্ছে শুভমন গিলের। অন্যদিকে, মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে ডেবিউ হার্দিকের। ঠিক কত বছর পর মুম্বই ইন্ডিয়ান্সে আর দশজন ক্রিকেটার হিসেবে খেলবেন রোহিত! এ যেন ভাবার বিষয়। ব্যাটার রোহিত শর্মার দিকে থাকবে বাড়তি নজর। তেমনই আইপিএলের নতুন অধিনায়ক শুভমনের দিকেও।
ঘরের মাঠে অ্যাওয়ে টিমের ক্যাপ্টেন হিসেবে নামছেন হার্দিক পান্ডিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন। টসে হার্দিক বলেন, ‘গুজরাট আমাকে অনেক কিছু দিয়েছে। তবে আমার আইপিএল কেরিয়ার শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে। এই মাঠে আবারও নামতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।’ ক্যাপ্টেন হিসেবে প্রথম টস হার। শুভমনকে শুভেচ্ছা জানালেন প্রতিপক্ষ ক্যাপ্টেন তথা প্রাক্তন সতীর্থ হার্দিক পান্ডিয়া। বলেন, ‘গুডলাক সুইটু’।
গুজরাট টাইটান্সে একঝাঁক নতুন মুখ। বেশ কয়েক কিছু পরিবর্তন হয়েছে এ বারের স্কোয়াডে। তেমনই চোটের জন্য পুরো টুর্নামেন্টেই নেই মহম্মদ সামি। গুজরাট টিমে বাড়তি নজর থাকবে আইপিএলে অভিষেককারী দুই ক্রিকেটার আজমতুল্লা ওমরজাই এবং স্পেন্সর জনসনের দিকে।
গুজরাট টাইটান্স একাদশ- ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আজমতুল্লা ওমরজাই, রশিদ খান, উমেশ যাদব, উমেশ যাদব, সাই কিশোর, স্পেন্সর জনসন। ইমপ্যাক্ট পরিবর্ত- বিআর শরথ, মোহিত শর্মা, মানব সুথার, অভিনব মনোহর, নুর আহমেদ
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, শামস মুলানি, জেরাল্ড কোৎজে, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরা, লুক উড। ইমপ্যাক্ট পরিবর্ত- ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেপার্ড, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াদেরা, মহম্মদ নবি
Post A Comment:
0 comments so far,add yours