অবশেষে মুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হলো সাগরের নিখোঁজ পান চাষী যুবকের মৃতদেহ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ শে মার্চ রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কচুবেড়িয়ার LCT ঘাটের পান ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সাগরের কচুবেড়িয়া এলাকার হরেকৃষ্ণ মান্না নামে এক পান চাষী যুবক,
এরপর রবিবার থেকে একটি স্পিড বোট ও ট্রলার নিয়ে নিখোঁজ ওই যুবকের খোঁজ চালায় সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা,
অবশেষে দুই দিনপর ২৬ শে মার্চ মঙ্গলবার বেলা বারোটা ৩৩ মিনিট নাগাদ নিখোঁজ ওই পান চাষী যুক মুড়িগঙ্গা নদীর মাঝখানে ভাসছে বলে খোঁজ পায় সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা,
এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে সাগর থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাগরের SDPO অরিন্দম চক্রবর্তী,
এরপর মঙ্গলবার দুপুর ১টা ৫৩ মিনিট নাগাদ ওই নিখোঁজ পান চাষী যুবককে মুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় সাগরের কচুবেড়িয়া LCT ঘাটে,
এদিন দুপুরে ওই যুবককে শেষ দেখা দেখার জন্য তার আত্মীয় ও প্রতিবেশীরা কচুবেড়িয়া LCT ঘাটে ভিড় জমিয়েছিল,
মৃত ওই হরেকৃষ্ণ মান্নার পরিবারে ওই যুবকের স্ত্রী সহ দুটি ছোট ছোট মেয়ে রয়েছে,
এইভাবে হঠাৎ করে সাগরের কচুবেড়িয়া LCT ঘাটে পান ট্রলার থেকে মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে সাগরের কচুবেড়িয়ার হরেকৃষ্ণ মান্না নামে ওই যুবকের মৃত্যু হওয়ায় শোখের ছায়া নেমে এসেছে ওই যুবকের পরিবার সহ ওই এলাকায়
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours