ইডেন গার্ডেন্সে কেকেআরের এ মরসুমে প্রথম ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাত্র ২৫ বলে ৬৫ রান। গুরুত্বপূর্ণ সময়ে রিঙ্কুর সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ। বল হাতে ২ উইকেট। অলরাউন্ডার রাসেলের থেকে যা প্রত্যাশা করা হয়েছিল, কেকেআর পুরোটাই পেয়েছে। ৬৫ রানের ইনিংসে ৩টি মাত্র বাউন্ডারি, ৭টি ছয়। স্ট্রাইকরেট ২৫৬। অনেকেই এর জন্য কৃতিত্ব দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীরকে।
এরপর কি দোষারোপ করবে?,' রাসেলের পারফরম্যান্সে গম্ভীরের কৃতিত্ব কোথায়!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শুরুটা ভালো বলা যায় কিনা, এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচ দুলেছে পেন্ডুলামের মতো। শেষ ওভার কিংবা বলা ভালো শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। শেষ ওভারে তরুণ পেসার হর্ষিত রানা। যদিও জয়ের কৃতিত্ব প্রাপ্য অনেকেরই। শুরুতে ফিল সল্টের ইনিংস, এরপর রাসেল ঝড়। রিঙ্কু এবং রমনদীপের সঙ্গে রাসেলের জুটি। বল হাতে রাসেলের পারফরম্যান্স। এমন অনেক বিষয়ই রয়েছে।
ইডেন গার্ডেন্সে কেকেআরের এ মরসুমে প্রথম ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাত্র ২৫ বলে ৬৫ রান। গুরুত্বপূর্ণ সময়ে রিঙ্কুর সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ। বল হাতে ২ উইকেট। অলরাউন্ডার রাসেলের থেকে যা প্রত্যাশা করা হয়েছিল, কেকেআর পুরোটাই পেয়েছে। ৬৫ রানের ইনিংসে ৩টি মাত্র বাউন্ডারি, ৭টি ছয়। স্ট্রাইকরেট ২৫৬। অনেকেই এর জন্য কৃতিত্ব দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীরকে।
কিংবদন্তি সুনীল গাভাসকরের এতেই আপত্তি। রাসেল যা পারফরম্যান্স করেছেন, কৃতিত্ব ওরই প্রাপ্য। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, ‘আমাদের একটা বিষয় পরিষ্কার হতে হবে। রাসেল দুর্দান্ত ব্য়াটিং হয়েছে। আর এর সঙ্গে কারও আসার (কেকেআরে) কোনও সংযোগ নেই। রাসেল যদি পরের ম্যাচে ভালো পারফর্ম করতে না পারে, তা হলে কি গৌতম গম্ভীরকে দোষারোপ করা হবে? এই বিষয়টা সহজ ভাবেই নেওয়া প্রয়োজন।’
গত দু-মরসুমে স্লগ ওভারে রাসেলকে বোলাররা বিব্রত করেছেন ওয়াইড ইয়র্কারে। প্রথম ম্যাচে যা দেখে যায়নি। রাসেল যে এর জন্য কঠিন পরিশ্রম করেছেন, বোঝাই যায়। তবে প্রতি ম্যাচে রাসেল-মাসল দেখা যাবে, এমন প্রত্যাশা না রাখাই ভালো।
Post A Comment:
0 comments so far,add yours