রবিবার সকালে ঘন কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে গেল পরীক্ষার্থীদের ভুটভুটি নৌকা
তিনে মার্চ রবিবার সকাল থেকে ঘন কুয়াশার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর এইটে যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বন্ধ ছিল,তার কারণে রবিবার ফাস্ট সকালে সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের লট নাম্বার ৮ এর উদ্দেশ্যে পরীক্ষার্থী সহ বেশ কিছু যাত্রী নিয়ে রওনা দিয়েছিল একটি ভুটভুটি নৌকো।
ঘন কুয়াশা জেরে হঠাৎই দিকভ্রষ্ট হয়ে, রবিবার সকাল ৬: ৩০ মিনিট নাগাদ মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে যায় ওই ভুটভুটি নৌকাটি,রবিবার মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের সেন্টার রয়েছে ডায়মন্ড হারবারে। প্রায় ২০ জনের মতো পরীক্ষার্থী রয়েছে ওই ভটভুটি নৌকাটিতে।খবর পেয়ে সাগর থানার পুলিশ পরীক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours