দেশের প্রাক্তন অধিনায়কদের মধ্যে অনেককে নিয়ে আলোচনা করলেও বিশেষ ভাবে নিলেন সৌরভের নাম। সৌরভ কেমন ক্যাপ্টেন? একটি সাক্ষাৎকারে প্রবীণ কুমার বলেছেন, 'রোহিত দুর্দান্ত ক্যাপ্টেন। দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন, যিনি একটা টিম বানিয়েছিলেন। সেই একঝাঁক তরুণ ক্রিকেটার ছিল, তেমনই অভিজ্ঞরাও। রোহিত বন্ধুর বন্ধু।'
সৌরভ টিম বানিয়েছিল, রোহিত বন্ধুর বন্ধু; দুই ক্যাপ্টেনকে নিয়ে মূল্যায়ণ প্রাক্তনের
ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন কে? এই নিয়ে নানা বিতর্ক চলে। সবচেয়ে সফল ক্যাপ্টেন বলা যায় মহেন্দ্র সিং ধোনিকে। টি-টোয়েন্টি, ওয়ান ডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির তিনটি বড় ইভেন্টই জিতেছেন ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেটকে প্রথম বার স্বপ্ন দেখিয়েছিলেন কপিল দেবই। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটে নতুন জোয়ার এনেছিল। তেমনই ভারতীয় ক্রিকেটের অন্ধকার সময়ে হাল ধরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন
দেশের প্রাক্তন অধিনায়কদের মধ্যে অনেককে নিয়ে আলোচনা করলেও বিশেষ ভাবে নিলেন সৌরভের নাম। সৌরভ কেমন ক্যাপ্টেন? একটি সাক্ষাৎকারে প্রবীণ কুমার বলেছেন, ‘রোহিত দুর্দান্ত ক্যাপ্টেন। দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন, যিনি একটা টিম বানিয়েছিলেন। সেই একঝাঁক তরুণ ক্রিকেটার ছিল, তেমনই অভিজ্ঞরাও। রোহিত বন্ধুর বন্ধু। কোনও প্লেয়ার ভুল করলে যেমন বকাবকি করেন, তেমনই সাফল্যে জড়িয়েও ধরেন। প্লেয়ারদের স্বাধীন ভাবে খেলার সুযোগ করে দেয় রোহিত।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার আর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিতে দেখা যাবে না রোহিত শর্মাকে। মুম্বইয়ের জন্য এই সিদ্ধান্ত কেমন হতে পারে? প্রবীণের মূল্যায়ন, ‘রোহিত নিজের ভূমিকা খুব ভালো জানে। ও জানে মাঠে নেমে রান করতে হবে। আর আমার মনে হয় না, নেতৃত্ব হারানোটা ওর মধ্যে কোনও প্রভাব ফেলবে। ও ক্য়াপ্টেন রইল কিনা, তাতে ওর ভূমিকায় কোনও বদল হবে না। আমি নিশ্চিত, ওকে নেতৃত্ব থেকে সরানোর আগে টিম ম্যানেজমেন্ট কথা বলেছে। রোহিতের সঙ্গে কথা না বলে মুম্বই ইন্ডিয়ান্স এত বড় সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করি না
Post A Comment:
0 comments so far,add yours