জানা গিয়েছে, শ্রেয়সের পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছে। তাই অক্ষয় ওয়াদকারের বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিং করেননি তিনি। শ্রেয়সের পিঠের স্ক্যানও করাতে হয়েছে। তাঁকে আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে নাও পাওয়া যেতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে এ বার নেটদুনিয়ায় ভাইরাল শ্রেয়স আইয়ারের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে নাচ করছেন শ্রেয়স।
চোট কি নেই? মুম্বই চ্যাম্পিয়ন হতেই ঢোলের তালে নাচ শ্রেয়সের
চোট কি নেই? মুম্বই চ্যাম্পিয়ন হতেই ঢোলের তালে নাচ শ্রেয়সের
লক্ষ্মীবার মুম্বইয়ের লক্ষ্মীলাভ হয়েছে। বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) তুলে নিয়েছেন অজিঙ্ক রাহানে-মুশির খানরা। বৃহস্পতিবার সকাল থেকে বিদর্ভর বিরুদ্ধে রঞ্জি ফাইনালে ফিল্ডিং করতে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আজ ছিল রঞ্জি ফাইনালের পঞ্চম দিন। অবশ্য শুধু আজই নয়, গতকালও (রঞ্জি ফাইনালের চতুর্থ দিন) বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিং করেননি শ্রেয়স। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সের পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছে। তাই অক্ষয় ওয়াদকারের বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিং করেননি তিনি। শ্রেয়সের পিঠের স্ক্যানও করাতে হয়েছে। তাঁকে আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে নাও পাওয়া যেতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে এ বার নেটদুনিয়ায় ভাইরাল শ্রেয়স আইয়ারের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে নাচ করছেন শ্রেয়স।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দাঁড়িয়ে ছিলেন শ্রেয়স আইয়ার। তারপর গ্যালারি থেকে ঢোল বাজানোর আওয়াজ একটু জোরে হতেই নাচ করতে শুরু করে দেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে ফিল্ডিং করেননি অথচ দল জেতার পরে কী করে নাচ করছেন? নেটিজ়েনরা সেই প্রশ্ন করছেন।
Post A Comment:
0 comments so far,add yours