আজ উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে মিছিলে হেঁটেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার বেলেঘাটা গান্ধী ভবন থেকে নির্বাচনী প্রচার করে কংগ্রেস। সেই মিছিলেন হাঁটেন বিমান। বয়স যে তাঁর কাছে নিতান্তই সংখ্যা তা আজ আবারও হারে-হারে বুঝিয়ে দিয়েছেন।
৩৪ ডিগ্রির গরমেও মাইক হাতে ঝাঁঝালো বক্তৃতায় 'রক্ত গরম করলেন' ৮৩ বছরের যুবক 'বিমান'
বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান
কলকাতা: বেলা তিনটে। মাথার উপরে তখন চড়চড় করছে তখন রোদ। সাদা পাঞ্জাবি, ধুতি পরে সেই আগেই মেজাজে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কে বলবে বয়স ৮৩? বামনেতার চলন দেখলেই বোঝা যাবে বলে বলে তিনি মাত দিতে পারবেন এখনকার তরুণ-তরুণী। শুধু তাই নয়, মাইক হাতে সেই আগের মতোই দৃপ্ত কণ্ঠ। ঝাঁঝালো বক্ততা। মন দিয়ে তা শুনলেও উপস্থিত বাম-কংগ্রেস নেতৃত্ব।
আজ উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে মিছিলে হেঁটেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার বেলেঘাটা গান্ধী ভবন থেকে নির্বাচনী প্রচার করে কংগ্রেস। সেই মিছিলেন হাঁটেন বিমান। বয়স যে তাঁর কাছে নিতান্তই সংখ্যা তা আজ আবারও হারে-হারে বুঝিয়ে দিয়েছেন।
এ দিন মাইক হাতে বিমান বসুকে বলতে শোনা যায়, “সব থেকে বেশি পৃথিবীতে বেকার মানুষের বাস এই ভারতে। অর্থনীতির দিক থেকে ভয়ানক অবস্থা। দেশের এই অবস্থার উত্তোরণের পথে যেহেতু বিজেপি করতে পারছে না তাই মানুষের মধ্যে ভেদাভেদ করছে। আমরা তাদের এই চক্রান্তের জাল ছিন্ন করতে চাই।”
বরাবরই খুব সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী বিমান বসু। আলিমুদ্দিনেরই একটি ছোট্ট ঘরে থাকেন ‘রাজনৈতিক এই সন্ন্যাসী’ মুড়ি, ভাত, চা, শশা খেতে ভালবাসেন। মাঝে মধ্যে অল্পবিস্তর ধুমপানও করে থাকেন।
Post A Comment:
0 comments so far,add yours