২৫ বছরেরও বেশি সময় ধরে স্বামী অতনু হাজরার সঙ্গে জমিয়ে সংসার করছেন অপরাজিতা আঢ্য। কিন্তু সন্তানের জন্ম দেননি তিনি। অভিনেত্রী মনে করেন কেবল জন্ম দিলেই মা হওয়া যায় না। নিজের মাতৃত্ব নিয়ে একান্তে প্রথমবার সঙ্গে কিছু না-বলা কথা শেয়ার করলেন অপরাজিতা আঢ্য...
সিরিয়ালের সফল 'মা'-এর 'মা' ডাক শোনা হল না, অপরাজিতা বললেন...
এক শিশুকে পরম আদরে অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
স্নেহা সেনগুপ্ত
মাদার্স ডে আসতে এখনও ঢের দেরি। ২০২৪ সালের মাদার্স ডে ১২ই মে। চাইলে এই মায়ের কথা সে দিনও ফলাও করে প্রতিবেদনে প্রকাশিত হতে পারে। কিন্তু না, তা কেন? মায়েদের জন্য় বছরে একটা দিন কেন ধার্য থাকবে? মায়েদের কথা হোক সব সময়। সারা বছর। সারাক্ষণ। তাই এই মাকে কুর্নিশ জানিয়ে আজকের প্রতিবেদন। তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে একের পর এক মায়ের চরিত্র সাফল্যের সঙ্গে ফুটিয়ে তুলছেন সিরিয়ালের পর্দায়। সে ‘চিনি’র মিষ্টি হোক, ‘একান্নবর্তী’র মালিনী, ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর লক্ষ্মী কিংবা ‘জল থৈ থৈ ভালবাসা’র কোজাগরী। অপরাজিতার বিয়ে হয়েছে আড়াই দশক (২৫ বছর) আগে। সন্তানের জন্ম দেননি তিনি। তা-ও এককন্যার মধ্যে নিজের সন্তানকে পেয়েছেন খুঁজে। শুটিং থেকে ফিরে ডিনার সেরে অনেক রাতেই জীবনের কিছু না-বলা কথা অকপট শেয়ার করলেন অপরাজিতা।
Post A Comment:
0 comments so far,add yours