সদ্য নিজের মাতৃত্ব নিয়ে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অপরাজিতা। তিনি যে গার্গীর 'মা', তা তিনি অকপট বলেছেন। এবং গার্গী সম্পর্কে তিনি আগে কোথাও একটি কথাও বলেননি।
শুক্রবার সেই গার্গী সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, তাঁর ও অপরাজিতার মা-মেয়ের সম্পর্কের না-বলা কথাগুলো।
এবার মুখ খুললেন অপরাজিতা আঢ্যর 'সন্তান', কেন অভিনেত্রীকে 'মা' ডাকেন গার্গী?
মা-মেয়ে অপরাজিতা-গার্গী।
স্নেহা সেনগুপ্ত
২৬ বছরের দাম্পত্য জীবন বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। তিনি বিয়ে করেছিলেন টলিপাড়ার এক টেকনিশিয়ান অতনু হাজরাকে। কিন্তু অপরাজিতা এবং অতনুর ঔরসজাত কোনও সন্তান নেই। বায়োলজিক্যালি তাঁরা ‘নিঃসন্তান’। কিন্তু অপরাজিতার এক কন্যা সন্তান আছে। ৩৬ বছর বয়স সেই কন্যার। তাঁর নাম গার্গী রায়। গার্গী থাকেন অপরাজিতা এবং তাঁর স্বামী যে বাড়িতে থাকেন, সেই বেহালার বাড়িতেই। তা হলে কি এই সন্তানকে দত্তক নিয়েছিলেন অপরাজিতা-অতনু?
সঙ্গে সত্যি শেয়ার করে নিয়েছেন অপরাজিতার সেই মেয়ে।
Post A Comment:
0 comments so far,add yours