দোলযাত্রা উপলক্ষে সাগরের ধসপাড়ার বাবাহরি মন্দির প্রাঙ্গনে ভীড় জমিয়েছে প্রচুর মানুষ
২৫ শে মার্চ সোমবার সন্ধ্যা দোলযাত্রা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের ধসপাড়াতে,ধসপাড়া বাবাহরি মন্দির প্রাঙ্গন ভিড় জমিয়েছে প্রচুর মানুষ
ওই দোলযাত্রা উপলক্ষে সাগরের বাবাহরি মন্দির প্রাঙ্গন উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র ও সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুতনু মাইতি,সহ অন্যান্যরা
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
দোলযাত্রা উপলক্ষে সাগরের ধসপাড়ার ওই বাবাহরি মন্দিরে হাজার হাজার ভক্ত তাদের মনষ্কামনা পূরণের জন্য কুইন্টাল কুইন্টাল বাতাসা হরিলুটের জন্য দান করেন,এবং হাজার হাজার ভক্ত ধুনা পোড়ানোর জন্য ধসপাড়া বাবাহরি মন্দিরে আসেন,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours