২২ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সিএসকের বিরুদ্ধে নামবে আরসিবি। এখনও হাতে ১৩দিন সময় রয়েছে। তার মাঝে কোহলি আরসিবি টিমে যোগ দিতেই পারেন। এতদিন বেঙ্গালুরুতে উইমেন্স প্রিমিয়ার লিগের পর্ব চলছিল। এ বার আরসিবির আইপিএল শিবিরে খুব তাড়াতাড়িই নেমে পড়বেন তারকারা। এই পরিস্থিতিতে বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল।


এত আইপিএল প্রেম কেন, বিরাট যা বললেন, আপনিও কি তাই ভাবেন?
এত আইপিএল প্রেম কেন, বিরাট যা বললেন, আপনিও কি তাই ভাবেন?


কলকাতা: আইপিএলের (IPL) অন্যতম জনপ্রিয় টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু এই ভারতীয় কোটিপতি লিগের মঞ্চে আরসিবি একবারও চ্যাম্পিয়ন হয়নি। আবার সেই অধরা মাধুরী লাভের লক্ষ্য নিয়ে নতুন মরসুম শুরু করতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৭তম আইপিএলে বিরাট কোহলি কি খেলবেন? তা যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছেলের জন্মের জন্য দেশের মাটিতে হওয়া ইংল্যান্ড সিরিজে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। ২২ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সিএসকের বিরুদ্ধে নামবে আরসিবি। এখনও হাতে ১৩দিন সময় রয়েছে। তার মাঝে কোহলি আরসিবি টিমে যোগ দিতেই পারেন। এতদিন বেঙ্গালুরুতে উইমেন্স প্রিমিয়ার লিগের পর্ব চলছিল। এ বার আরসিবির আইপিএল শিবিরে খুব তাড়াতাড়িই নেমে পড়বেন তারকারা। এই পরিস্থিতিতে বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল।

স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে বছর চারেক আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, তিনি কেন আইপিএল ভালোবাসেন। ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রু আরসিবি সুপারস্টার বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন, আইপিএলের কোন জিনিস আপনি সবচেয়ে বেশি মিস করেন? বিরাট বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি। নিয়মিত ব্যবধানে আইসিসি টুর্নামেন্টেও খেলি। আইসিসি টুর্নামেন্টে অন্যান্য টিমের ক্রিকেটারদের সঙ্গে খুব বেশি কথাবার্তা হয় না। এ ছাড়াও প্রতিপক্ষ দলগুলো প্রায় বদলে যেত। কিন্তু আইপিএলে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে ২-৩ দিনের ব্যবধানে দেখা হয়। আমার মতে এটাই আইপিএলের সৌন্দর্য।’

বিরাট সেখানেই থেমে না থেকে বলেন, ‘আইপিএলে একটা আলাদাই পরিবেশ থাকে। বিভিন্ন শহরে খেলা হয়। আলাদা আলাদা দলের সঙ্গে খেলা হয়। প্রত্যেকের আলাদা সংকল্প থাকে। আইপিএলে প্রচুর ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। আমার এই টুর্নামেন্টটা দারুণ লাগে। অনেক নতুন ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারি আইপিএলে। আবার এমন অনেক ক্রিকেটারও থাকে, যাঁদের অনেক দিন ধরে চিনি, যাঁরা নিজের দেশের নয়। যাঁদের সঙ্গে অন্য সময় দেখা হয় না, আইপিএলের সময় সেটা হয়। আইপিএলে অনেক কিছু বিষয় দেখার মতো রয়েছে। যার ফলে আইপিএল সকলে ভালোবাসে। এই মঞ্চে খেলার জন্য প্লেয়ারদের ও ফ্যানেদের মধ্যেও একটা আলাদা কানেকশন রয়েছে।’

নিম্নে রইল বিরাট কোহলির সেই ভিডিয়ো…
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours