পরিকল্পনা হল, রামনবমীর দিন দুপুর ঠিক ১২ টায় গর্ভগৃহে প্রবেশ করবে সূর্যের আলো। গত ৯ মার্চ এই বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সিবিআরআই-এর ডিরেক্টর প্রদীর কুমার রামচন্দ্র ও অধ্যাপক দেবদূত ঘোষ। কীভাবে প্রস্তুতি চলছে, সে ব্যাপারে আলোচনা করেন তাঁরা।
সূর্যের আলো গর্ভগৃহে প্রবেশ করে সোজা পড়বে রামলালার কপালে, এবার রামবনমীতেই সেই 'অসাধ্য সাধন'!
অযোধ্যার রাম মন্দির
মন্দির উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ইতিমধ্যেই। এবার সূর্য অভিষেকের পালা। সূর্যের রশ্মি সোজা প্রবেশ করবে রাম মন্দিরের গর্ভগৃহে, স্পর্শ করবে রামলালার কপাল। সেই মাহেন্দ্রক্ষণের আর খুব বেশি দেরি নেই। আসন্ন রামনবমীতেই সেই অভিষেক সেরে ফেলতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। গবেষণা চলছে অনেকদিন ধরেই। রুর্কি থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। চলছে দফায় দফায় বৈঠক। পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে কাজ চলছে পুরোদমে।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রামনবমীর অনুষ্ঠান। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। তারই মধ্যে করা হবে এই অনুষ্ঠান। রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট বা সিবিআরআই-এর তরফ থেকে বিশেষজ্ঞরা গিয়েছেন অযোধ্যায়। তবে তাঁরা কথা দিতে পারছেন না যে পুরো বিষয়টা রাম নবমীতেই করা সম্ভব হবে কি না।
পরিকল্পনা হল, রামনবমীর দিন দুপুর ঠিক ১২ টায় গর্ভগৃহে প্রবেশ করবে সূর্যের আলো। গত ৯ মার্চ এই বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সিবিআরআই-এর ডিরেক্টর প্রদীর কুমার রামচন্দ্র ও অধ্যাপক দেবদূত ঘোষ। কীভাবে প্রস্তুতি চলছে, সে ব্যাপারে আলোচনা করেন তাঁরা।
Post A Comment:
0 comments so far,add yours