হায়দরাবাদ ও বিশাখাপত্তনম। চার ইনিংসে রোহিতের স্কোর ছিল ২৪, ৩৯, ১৪ ও ১৩। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট একটি কলামে লিখেছিলেন, 'ওদের ক্যাপ্টেন রোহিত শর্মার বয়স প্রায় ৩৭। সেরা সময় পেরিয়ে এসেছে। ও হয়তো ক্যামিও ইনিংস খেলছে। তবে গত চার-বছরে দেশের মাটিতে মাত্র দুটি সেঞ্চুরি করেছে।' 

হিটম্যানকে নিয়ে বয়কটের এই মন্তব্য রোহিত-ভক্তরা যে ভালো ভাবে নেননি, বলাই যায়। তাঁদের জন্যও বার্তা দিয়েছিলেন বয়কট।
'রোহিত ফিনিশ...', ঢোক গিলছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার!

রোহিত শর্মা ফিনিশ! ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষের পথে। প্রথম ম্যাচে হেরেছিল ভারত। হায়দরাবাদে সেই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মাও। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। তরুণ ব্যাটারদের সৌজন্যেই ঘুরে দাঁড়ায়। প্রথম দু-ম্যাচেই ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। রোহিত সেরা সময় পেরিয়ে এসেছেন, এখন তিনি ফিনিশ। এমন মন্তব্যই করেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। এখন যেন তিনি ঢোক গিলছেন। ৩৭-এর রোহিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদ ও বিশাখাপত্তনম। চার ইনিংসে রোহিতের স্কোর ছিল ২৪, ৩৯, ১৪ ও ১৩। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট একটি কলামে লিখেছিলেন, ‘ওদের ক্যাপ্টেন রোহিত শর্মার বয়স প্রায় ৩৭। সেরা সময় পেরিয়ে এসেছে। ও হয়তো ক্যামিও ইনিংস খেলছে। তবে গত চার-বছরে দেশের মাটিতে মাত্র দুটি সেঞ্চুরি করেছে।’ হিটম্যানকে নিয়ে বয়কটের এই মন্তব্য রোহিত-ভক্তরা যে ভালো ভাবে নেননি, বলাই যায়। তাঁদের জন্যও বার্তা দিয়েছিলেন বয়কট। বলেছিলেন, ‘রোহিতের সমর্থকদের বলব, ওকে ডিফেন্ড করা বন্ধ করুন। ও একটা সময় ভালো ব্যাটার ছিল এ বিষয়ে সন্দেহ নেই। তবে ৩৬ বছরের পর কেউ একইরকম দক্ষ থাকবে, হতে পারে না। ফিটনেসও এক থাকে না।’

রোহিত মুখে কিছু না বললেও নিজের মতো জবাব দিয়েছেন। সেটা ব্য়াটে। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। রাঁচিতে চতুর্থ টেস্টে হাফসেঞ্চুরি। এ বার ধরমশালায় শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন রোহিত। কেরিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি হিটম্যানের। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারকে যেন নিজের মন্তব্যে ঢোক গিলতে বাধ্য করলেন রোহিত শর্মা। তাঁর ভক্তরা অবশ্য বয়কটকে বিদ্রুপ করতে ছাড়ছেন না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours