লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফে (EPFO Interest Rate) সুদের হার। শনিবারই সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও(EPFO)-তে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সুদ পাবেন ইপিএফও-র ৬.৫ কোটি গ্রাহকরা।

 বাড়ল PF-র সুদের হার, এবার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে?



 লোকসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা সরকারের। বাড়ানো হল পিএফে (EPFO Interest Rate) সুদের হার। শনিবারই সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও(EPFO)-তে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সুদ পাবেন ইপিএফও-র ৬.৫ কোটি গ্রাহকরা। গত অর্থবর্ষে, অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। সেখান থেকেই একধাক্কায় ০.১০ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হল। বিগত তিন বছরে এটিই সর্বোচ্চ সুদের হার। এবার প্রশ্ন হল, সরকারের এই ঘোষণার পর আপনার ইপিএফও বা পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়বে?


কীভাবে পিএফ-র টাকা কাটা হয়?
ইপিএফও (EPFO) আইন অনুসারে, কর্মচারীর মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয়। একইভাবে কর্মচারী যে সংস্থায় কাজ করেন, তার তরফেও ইপিএফ অ্যাকাউন্টে বেতনের ১২ শতাংশ জমা দেওয়া হয়। সংস্থার তরফে যে ১২ শতাংশ পিএফের জন্য বিনিয়োগ করা হয়, তার ৩.৬৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়, বাকি ৮.৩৩ শতাংশ টাকা পেনশন স্কিমে জমা হয়। এইভাবেই কর্মচারীদের ভবিষ্যত তহবিল তৈরি করা হয়।

কত সুদের টাকা অ্যাকাউন্টে আসবে?
ইপিএফও-র তরফে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.১৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশে সুদের হার বাড়ানোয় এবার থেকে পিএফ অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে। মাসে মাসে পিএফের টাকা জমা হলেও, বছরে একবারই পিএফে সুদের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। ধরুন, আপনার পিএফ অ্যাকাউন্টে মোট ১ লক্ষ টাকা জমা রয়েছে। গত আর্থিক বছরে আপনি ৮.১৫ শতাংশ সুদের হারে ৮১৫০ টাকা সুদ পেয়েছেন। এবার এই সুদের হার ৮.২৫ শতাংশে বাড়ানোয় সুদের টাকার অঙ্কও বাড়বে। যদি একজন পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা থাকে, তবে এবার তিনি ৮২৫০ টাকা সুদ পাবেন। অর্থাৎ অতিরিক্ত ১০০ টাকা জমা পড়বে আপনার অ্যাকাউন্টে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours